ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি রয়েছে কলকাতায়। ইতিমধ্যেই দুই দলের খেলোয়াড়রা এসে পৌঁছেছে শহরে। ২২ জানুয়ারি ইডেনে অনুষ্ঠিত হবে ম্যাচ। তার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। এদিন তিনি সিরিজ নিয়ে তাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি এদিন বার্তা দেন যে ওপেনার বাদে দলের বাকি খেলোয়াড়দের ব্যাটিং পজিশন নিয়ে ফ্লেক্সিবল থাকতে হবে। এদিন তাঁকে যখন পরিবর্তনশীন ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হয় তখন অক্ষর বলেন, ‘এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ২০২৪-এর শুরু থেকেই আমরা ঠিক করেছিলাম যে ওপেনারদের জায়গা শুধু নির্দিষ্ট থাকবে। ৩ নম্বর থেকে ৭ নম্বর পর্যন্ত সবাইকে ব্যাটিং পজিশন নিয়ে ফ্লেক্সিবল থাকতে বলা হয়েছিল, পরিস্থিতির উপর নির্ভর করবে পজিশন।’
লিডারশিপ গ্রুপের উপর বাড়তি দায়িত্ব রয়েছে:
অক্ষর আরও বলেন, ‘এখানে কোনও ব্যাটসম্যানের স্থায়ী জায়গা নেই। এটা সবার ক্ষেত্রে এক। কে কেমন খেলছে তার উপর ভিত্তি করে ঠিক করা হবে যে আজ কে কত নম্বরে ব্যাট করবে। বিষয়টা আমাদের অনুশীলনে কে কেমন খেলছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। টি-২০ ক্রিকেট মানেই হল সঠিক খেলোয়াড়কে সঠিক স্থানে ব্যবহার করা।’ অক্ষর এদিন জানিয়েছেন যে দলের ওপর কোনও বাড়তি চাপ নেই। তবে লিডারশিপ গ্রুপের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘এখানে সবে একদিন হয়েছে। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। লিডারশিপ গ্রুপের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। খুব বেশি পরিবর্তন নেই দলে। অবশ্যই আমাদের টি-২০ স্কোয়াডটি থিতু হয়ে উঠেছে। দলের উপর কোনও বাড়তি চাপ নেই।’ তিনি আরও যোগ করেন, ‘যখন আপনি লিডারশিপ গ্রুপে ঢুকে পড়েন তখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকেন। আমরা এই বিষয়ে কথা বলেছি।’
শামির উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস তৈরি করবে:
অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবির পর প্রথমবার খেলতে নামছে ভারতীয় দল। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে ইংল্যান্ড সিরিজ একটা অ্যাসিড টেস্ট প্লেয়ারদের কাছে। তবে অতীত নয়, এখন সামনের দিকেই তাকাতে চাইছেন সূর্যকুমার যাদবের ডেপুটি। তিনি বলেন, ‘আমরা বলেছি যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওটা ভেবে এই মুহূর্তে আর কিছু হবে না। আমাদের এখন আগামী সিরিজ নিয়ে পজিটিভ থাকতে হবে।’ দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরছেন মহম্মদ শামি। তাঁর জাতীয় দলে ওয়াপসি যে বাড়তি সুবিধা দেবে তা স্বীকার করে নিয়েছেন অক্ষর। তিনি বলেন, ‘এটা দলের জন্য ভালো খবর। সে ওডিআই বিশ্বকাপে শেষ খেলেছিল। চোটের জন্য মাঠের বাইরে ছিল। তারপর সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে ভালো পারফর্ম করে। যখন দলে সিনিয়র খেলোয়াড়রা ফিরে আসে তখন এটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি করে। তার দলে ফিরে আসাটা অবশ্যই আমাদের সুবিধা দেবে।’