আইসিসি বিশ্বকাপের ম্যাচে নজর কেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার সৌরভ নেত্রভালকর। পেশায় সফ্টওয়ার ইঞ্জিনিয়র সৌরভ ক্রিকেটকে ভালোবাসতেন ছোট থেকেই। ভারতে থাকতে চুটিয়ে ক্রিকেটে খেলেছেন। এরপর পড়াশোনার জন্য বিদেশে গেছিলেন। সুযোগ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি২০ বিশ্বকাপের মঞ্চে খেলার। সেখানেই নিজেকে উজার করে দিয়েছেন প্রথম দুই ম্যাচে। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য বোলিং করে তো তাঁদের দেশের নায়ক বনে গেছেন এই বাঁহাতি পেসার। সুপার ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে ইফতিখার আলি, শাদাব খানদের বিপক্ষে মাত্র ১৩ রান দেন তিনি। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার এখন মার্কিন বোলিং লাইন আপের প্রধান স্তম্ভ। দেশের হয়ে পাকিস্তান বধের মত কঠিন কাজও সহজেই করে ফেলেছেন তিনি। ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই তাই সৌরভের জন্য বড় পুরস্কারের দাবি জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটভক্তরা।
আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে
বিশ্ববিখ্যাত কম্পানি ওরাকেলে সফ্টওয়ার ইঞ্জিনিয়র হিসেবে কাজ করেন সৌরভ। তাঁর দুরন্ত পারফরমেন্সের পরই এক্স হ্যান্ডেলে তাঁর সংস্থা শুভেচ্ছা জানায় সৌরভকে। ওরাকেলের তরফে লেখা হয়, ‘ঐতিহাসিক ফলাফলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে শুভেচ্ছা। দলের জন্য গর্বিত। পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়র এবং ক্রিকেট তারকা সৌরভের জন্যও গর্বিত ’। গত আট বছর ধরেই এই সংস্থায় কাজ করছেন সৌরভ, বর্তমানে রয়েছেন প্রিন্সিপাল মেম্বার অফ টেকনিক্যাল স্টাফ পদে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ৪ ওভার হাত ঘুরিয়ে নিয়েছিলেন ২ উইকেট, ইকোনমি রেট ছিল মাত্র ৪.৫০, এরপর সুপার ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন এই বাঁহাতি জোরে বোলার।
আরও পড়ুন- সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক
ওরাকেলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে সৌরভকে শুভেচ্ছা বার্তা পোস্ট করার সঙ্গে সঙ্গেই দেশের এহেন তারকাকে পুরস্কৃত করার আবেদন জানায় সেদেশের নেটিজেনরা। অবশ্য ভিন্ন দেশের ক্রিকেটভক্তরাও ওরাকেলের কাছে আবেদন জানান, যাতে প্রাপ্য সম্মান দেওয়া হয় তাঁদের সংস্থায় কর্মরত সৌরভ নেত্রভালকরকে। কেউ দাবি করেন, তাঁকে ৪০ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হোক, অর্থাৎ তাঁর পারিশ্রমিক যাতে দেশের হয়ে এহেন পারফরমেন্সের জন্য তাঁর সংস্থা বাড়িয়ে দেয়, আবার কেউ দাবি করলেন তাঁকে যেন সংস্থার তরফে সেরা কর্মি(এমপ্লয়ির) পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড
১৯৯১ সালে মুম্বইতে জন্ম হয় সৌরভের। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটর ইঞ্জিনিয়রিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাওয়ার পর মাস্টার্স করতে মার্কিন মুলুকে চলে যান সৌরভ। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের জন্য ভর্তি হন তিনি। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ দলের পাশাপাশি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও প্রতিনিধিত্ব করেছেন এই পেসার।