দেওয়াল লিখনটা পড়া যাচ্ছিল। তবু ভারতীয় সমর্থকরা উৎসুক ছিলেন শেষ মুহূর্তের আপডেট দেখার জন্য। না আঁচালে বিশ্বাস নেই গোছের আশঙ্কা নয়, এক্ষেত্রে রোহিত শর্মাকে নিয়ে আবেগ কাজ করছিল বেশি। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও একটি তারকা পতন দেখতে মানসিকভাবে প্রস্তুত নয় ভারতীয় ক্রিকেটমহল।
সুতরাং, সিডনি টেস্টে রোহিত শর্মা শেষমেশ খেলতে নামেন কিনা, সেটা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। এও আশঙ্কা ছিল যে, যদি নিতান্তই রোহিতের প্রথম একাদশে জায়গা না হয়, তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করতে পারেন। তাই দুশ্চিন্তা গ্রাস করছিল সমর্থকদের।
শেষমেশ রোহিতের বাদ পড়ার আশঙ্কাটা সত্যি প্রমাণিত হয়। সিডনি টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। রোহিতের বদলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে নামেন জসপ্রীত বুমরাহ। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে যায় যে, রোহিতের টেস্ট কেরিয়ারে কি তবে যবনিকা পড়ে গেল?
আরও পড়ুন:- Rohit Sharma Dropped: তেতো ওষুধ গিলতে হল ক্যাপ্টেনকেই, সিডনি টেস্টে বাদ রোহিত শর্মা
টসের পরে টিম ইন্ডিয়ার স্টপ গ্যাপ ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ অনুরাগীদের প্রাথমিকভাবে আশ্বস্ত করেন এই ইঙ্গিত দিয়ে যে, দলের স্বার্থে রোহিত নিজেই বিশ্রাম নিয়েছেন সিডনি টেস্ট থেকে। প্রকারান্তরে ক্যাপ্টেনের মাহাত্ম্য কীর্তন করেন বুমরাহ।
জসপ্রীত বলেন, 'আমাদের ক্যাপ্টেন এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বুঝিয়েছে ও যথার্থই নেতা।' বুমরাহ সঙ্গে যোগ করেন, 'এই সিদ্ধান্তই প্রমাণ করে দল কতটা এককাট্টা। এখানে ব্যক্তিস্বার্থের কোনও জায়গা নেই। দলের প্রয়োজনে যেটা সঠিক মনে হয়, সেই পদক্ষেপ নিতে পিছপা হইনা আমরা।'
যদিও রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। জসপ্রীত বুমরাহ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছেন বলে মত বিশেষজ্ঞদের। সুতরাং, জাতীয় নির্বাচকরা পাকাপাকিভাবে বুমরাহর হাতে টেস্ট ক্যাপ্টেন্সি তুলে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সেক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে টিকে থাকতে হলে পারফর্ম করতে হবে রোহিতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটে ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ থাকছে রোহিতের সামনে। ছন্দে ফিরতে তিনি রঞ্জির আঙিনায় ফেরেন কিনা, সেটাই হবে দেখার। অথবা সাদা বলের ক্রিকেটে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়ে টেস্ট দলে ফিরতে হবে হিটম্যানকে। রোহিত ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই খুব বেশিদিন বাকি ফর্ম্যাটেও লড়াই জারি রাখবেন কিনা, সেই বিষয়েও সংশয় থেকেই যায়।