সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট লুসিয়া কিংস দল। আইপিএলের পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি এই দলের মালিক। ফাইনালে তাঁরা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ট্রফি জেতে। সহজ জয় পায় ফাফ দুপ্লেসিসের নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজি। প্রথমবার সিপিএল ট্রফি জয়ের পর তাই উচ্চসিত দলের মালিক প্রীতি জিন্টা, শুভেচ্ছা জানালেন দলের কোচ-ক্রিকেটারদের।
আফগান স্পিনার দলকে বসান চালকের আসনে…
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে অ্যামাজন ওয়ারিয়র্স দল নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৮ উইকেটে ১৩৮ রান। ডোয়েন প্রিটোরিয়াসের শেষদিকে ১২ বলে ২৫ রানের ইনিংস ছাড়া তেমন বলার মতো কিছুই ছিল না। বল হাতে সেন্ট লুসিয়ার হয়ে আফগান স্পিনার নূর আহমেদ তিন উইকেট তুলে নিয়েছিলেন।
আরও পড়ুন-শ্রীলঙ্কা ম্যাচের আগে বড় ধাক্কা! বিশ্বকাপে মঞ্চে ICC-র শাস্তি ভারতীয় তারকাকে…
দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অ্যারন জোনস…
পিচ স্লো হওয়ায় লক্ষ্যমাত্রা কম থাকলেও সাবধানতা অবলম্বন করেই শুরু করেছিলেন ফাফ দুপ্লেসিসের দল। অধিনায়ক দুপ্লেসি করেন ২১ বলে ২১ রান। ২২ বলে ৩৯ রান করেন রস্টন চেজ। ৩১ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন সেন্ট লুসিয়ার মার্কিন ক্রিকেটার অ্যারন জোনস। তিনি টি২০ বিশ্বকাপেও বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন সকলের। সেই সুবাদেই ১৮.১ ওভারের মধ্যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় কিংসরা, ৬ উইকেটে হাতে রেখেই।
আরও পড়ুন-IPL 2025- ভারতীয় দলে অভিষেক! ১১ কোটির মালিক হচ্ছেন মায়াঙ্ক…IPL নিলামের আগে কোটিপতি নীতীশও…
দলের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্রিকেটার, কোচকে শুভেচ্ছা জানান অভিনেত্রী তথা কর্নধার প্রীতি জিন্টা। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাহ! সিপিএল চ্যাম্পিয়ন। আমি খুবই উচ্ছসিত এই আনন্দের খবরে, আর আমাদের দল গোটা প্রতিযোগিতায় অসাধারণ ক্রিকেট খেলেছে। অনেক অনেক ধন্যবাদ ড্যারেন স্যামি এবং ফাফ দুপ্লেসিসকে দলকে এমন অভূতপূর্ব নেতৃত্ব দেওয়ার জন্য এবং নিজেদের ও দলের ওপর বিশ্বাস রাখার জন্য। এই জয় সেন্ট লুসিয়ার মানুষদের জন্য, যারা আমাদের খারাপ সময় পাশে ছিল। একই সঙ্গে সকল অনবদ্য প্লেয়ারদেরকেও এই জয়ের আনন্দ ভাগ করে নিতে চাইব। অনেক ধন্যবাদ, তোমরা সিপিএল চ্যাম্পিয়ন’।
প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি লিগের ভাগ্য তেমন ভালো নয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁর দল পঞ্জাব কিংস। শেষবার ২০১৪ সালে ফাইনালে উঠেছিল, এরপর থেকে অধিকাংশবারই প্লে অফেও যেতে পারেনি তাঁরা। সেন্ট লুসিয়া কিংসেরও গত কয়েকবারের পারফরমেন্স খুব ভালো ছিল না। অবশেষে সিপিএলে ট্রফি জয় দিয়ে অনেকদিন পর চ্যাম্পিয়নের স্বাদ পেলেন প্রীতি জিন্টা।