SA20তে টানা ৬ ম্যাচে জিতল পার্ল রয়্যালস। এবারে দঃ আফ্রিকা লিগে এই দলকে যেন আটকানোই যাচ্ছে না। এমআই কেপটাউনের বিরুদ্ধে জানুয়ারির ১৫ তারিখ থেকে জেতা শুরু করেছে মুজিব উর রহমানদের দল। এরপর প্রিটোরিয়া ক্যাপিটালস, জোবার্গ সুপার কিংস, ডার্বান সুপার জায়ান্টদের হারিয়েই চলেছে পার্পল জার্সিধারী দল।
দ্বিতীয়বার ডার্বান সুপার জায়ান্টকে হারাল পার্ল রয়্যালস
SA20তে ডার্বান সুপার জায়ান্টকে এই নিয়ে এবারের প্রতিযোগিতায় দ্বিতীয়বার হারাল পার্ল রয়্যালস। এক ম্যাচ আগেও তাঁরা হারিয়েছিল ডার্বানকে। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৩ রান করেছিল ডার্বানের দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মিচেল ভ্যান বুরেনদের পার্ল রয়্যালস শিবির।
ওপেনাররা ফ্লপ বোল্যান্ড পার্কে-
দুই দলের চার ওপেনারদের মধ্যে তিনজনই ব্যর্থ হলেন বোল্যান্ড পার্কে নতুন বল সামলাতে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ডার্বান সুপার জায়ান্ট। আর শুরুতেই তাঁরা ধাক্কা খায় জোড়া ওপেনার কুইন্টন ডি কক এবং ব্র্যান্ডন কিং সাজঘরে ফেরায়। ডি কক করেন ০, কিং করেন ৩। এরপর কেন উইলিয়ামসন এবং মার্কাস স্টইনিশ দলের ব্যাটিংয়ের হাল ধরেন।
উইলিয়ামসন এবং স্টইনিস লড়াই দেন-
কেন উইলিয়ামসন ৩৬ বলে ৪৫ রান করেন, মারেন পাঁচটি চার এবং ১টি ছয়। অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টইনিস ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছয়। ক্লাসেন ব্যর্থ হন নজর কাড়তে। নির্ধারিত ২০ ওভারে সুপার জায়ান্টদের স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩ রানে, টি২০তে যা মোটেই খুব একটা ভালো স্কোর নয়।
অর্ধশতরান হেরম্যানের, জিতল পার্ল রয়্যালস-
জবাবে ব্যাট করতে নেমে পার্ল রয়্যালসও শুরুতে ধাক্কা খায়, ইনিংসের প্রথম বলেই ওপেনার জো রুট সাজঘরে ফেরায়। স্পিনার প্রিনিলান সুব্রায়েনের বলে আউট হন রুট। এরপর লুয়ান ডি প্রিটোরিয়াস এবং রুবিন হেরম্যান দলের স্কোর এগিয়ে নিয়ে যান। ২৯ বলে পাঁচটি চার এবং একটি ছয়ে সাজানো ৪৩ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। ৫১ বলে ৫৯ রান করেন হেরম্যান। ১৫ বলে ২১ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। এরপর মিচেল ব্যান বুরেন এবং দাইয়ান গালিয়ে ১ বল বাকি থাকতেই পার্ল রয়্যালসকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।