চলতি মাসেই শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের ২ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দল।সুযোগ পেয়েছেন পেসার আকাশদীপ এবং যশ দয়াল। জাতীয় দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পাওয়ার খুশি যশের বাবা-মা। তাঁরা জানিয়েছেন, ২৬ বছর ধরে দেখা স্বপ্ন সত্যি হল। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছিল বিসিসিআই।সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা।
এই বছর আইপিএলে ভালো প্রদর্শন করেছে যশ। বেঙ্গালুরুর হয়ে এই মরশুমে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। যশের বাবা একদা ক্রিকেটার চন্দ্রপল এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যশ ছোট থেকেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। তাঁর দেশের জার্সি পরাটা মোটেও সহজ ছিল না’। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে গর্বের বিষয়। যশ ছোটবেলা থেকেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। তবে তাঁর কাছে এই পথ মোটেও সহজ ছিল না, প্রচুর বাধার সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসার কারনে সব বাধা কাটিয়ে উঠেছে। যখন আপনার মনোযোগ ঠিক থাকবে, আপনি সফলতা পাবেন। আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম, ওঁ আমাকে ছোটবেলায় খেলতে দেখেছে’। যদিও অনূর্ধ্ব ১৯ উত্তরপ্রদেশ দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি, ২০১৮ সালে অনূর্ধ্ব ২৩ দলে সুযোগ পান। তারপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করছে যশ। রঞ্জি ট্রফি হোক বা আইপিএল সব জায়গায় নিজের সেরাটা দিয়েছেন। সেই পথ ধরেই ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণ করলেন। চন্দপল আশা প্রকাশ করেন তাঁর ছেলে বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠবে।
যশের মা বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা পুরো পরিবার মিলে সেলিব্রেট করছি। আমরা আমাদের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। এই সব অনেক কঠোর পরিশ্রমের ফল। আমরা ওঁকে সবসময় অনুপ্রাণিত করতে থাকি এবং যাই হোক না কেন সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকি’’। যশদয়ালের একটি দুর্দান্ত প্রথম-শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার আছে, তিনি ২৪ ম্যাচে ২৮.৮৯ গড়ে ৭৬ উইকেট নিয়েছেন। সেরা পরিসংখ্যান ৪৮ রানে ৫ উইকেট।