শুভব্রত মুখার্জি:- রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দল। ম্যাচে বাংলাদেশ দল ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই পৌঁছে দিয়েছে। মুশফিকুর রহিম দুর্দান্ত একটি শতরানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের অনবদ্য ব্যাটিংয়ের পরে সাজঘরে ফিরে মেজাজ হারান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এতটাই মাথা গরম তিনি করে ফেলেছিলেন যে সাজঘরে ফিরে কোচ জেসন গিলেস্পির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় তাঁর। সাজঘরে রেগে যাওয়া শান মাসুদের ছবি ধরা পড়ে ব্রডকাস্টারদের ক্যামেরাতেও। রাওয়ালপিন্ডির উইকেট একেবারে পাটা ব্যাটিং উইকেট। সেখানে বোলারদের জন্য কার্যত কোন সাহায্য ছিল না। ওই উইকেটে চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ফলে তৃতীয় এবং চতুর্থ দিন রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল পাকিস্তান দলকে। এরপরেই মেজাজ হারান অধিনায়ক শান মাসুদ।
পাকিস্তান প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ডিক্লেয়ার করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইতিমধ্যেই ১১৭ রানের লিড পেয়েছে। ৫৬৫ রানে অলআউট হয়েছে টাইগাররা। মুশফিকুর রহিম যার মধ্যে করেছেন দুর্দান্ত একটি শতরান। অল্পের জন্য দ্বি-শতরান মিস করেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসে বেশ কিছু সুযোগ হারায় পাকিস্তান দল। সেই সুযোগকেই কাজে লাগায় বাংলাদেশ ব্যাটাররা। ফলে মুশফিকুর রহিম শতরান করার সুযোগ পান। পাশাপাশি পাঁচ জন বাংলাদেশি ব্যাটারও করেছেন অর্ধশতরান। এরপরেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তৃতীয় দিন পাকিস্তানের সাজঘরে রীতিমতো ক্ষুব্ধ শান মাসুদকে দেখা গিয়েছে।
আরও পড়ুন… Shikhar Dhawan: আঙুল ভেঙে গিয়েছিল, পরে পেনকিলার খেয়ে ১১৭ রান করি- সেরা ইনিংসের কথা জানালেন ধাওয়ান
সদ্য নিয়োগপ্রাপ্ত পাকিস্তান টেস্ট দলের নয়া কোচ জেসন গিলেস্পির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছে তাঁকে। যেখানে মূলত মাসুদকেই কথা বলতে দেখা গিয়েছে। অন্যদিকে গিলেস্পিকে দেখা গিয়েছে চুপ করে শুনতে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ফিল্ডাররা ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের আউট করার বেশ কিছু ক্যাচ সুযোগ হারান। যা একেবারে মেনে নিতে পারেননি শান মাসুদ। পাশাপাশি পাটা উইকেটে তাঁর বোলাররাও সমস্যায় ফেলতে পারেননি বাংলাদেশ ব্যাটারদের। ফলে ৫৬৫ রানের বিরাট স্কোর করেছে তারা। যা রীতিমতো হতাশার কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তান অধিনায়কের কাছে। সেই হতাশাই সাজঘরে বেরিয়ে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।