বাংলাদেশের অস্থির রাজনৈতিক বাতাবরণের মধ্যেই বড় সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। প্রাথমিকভাবে পিসিবির এমন সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক প্রেক্ষাপট দায়ি বলে মনে হতে পারে। তবে বিষয়টা যে তেমন নট মোটেও, তা নিশ্চিত হয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষণায়।
আগামী ২১ অগস্ট থেকে পাকিস্তান সফরে ২টি টেস্টের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ৩০ অগস্ট থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। করাচিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
কেন রুদ্ধদ্বার স্টেডিয়ামে টেস্ট ম্যাচ?
এমনিতেই টেস্ট ক্রিকেটে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে খুব কম সংখ্যক দর্শক। তার উপর দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার পিছনে পিসিবি যুক্তি দেখিয়েছে গ্যালারি সংস্কারকে। আসলে নতুন বছরের শুরুর দিকেই পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ আয়োজিত হওয়ার কথা করাচিতে।
তাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্টেডিয়াম সংস্কারের কাজ চলবে পাকিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচের সময়। সেই কারণেই দর্শকশূন্য গ্যালারিতে সিরিজের দ্বিতীয় টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এই সিদ্ধান্ত কোভিডের সময়কার স্মৃতি ফিরিয়ে আনবে নিশ্চিত, যখন দর্শকশূন্য গ্যালারিতে আয়োজিত হতো আন্তর্জাতিক ক্রিকেট।
আরও পড়ুন:- Paris Olympics: ডাকসাইটে সুন্দরী, রূপে অভিনেত্রীদেরও হার মানাবেন এই ৫ অ্যাথলিট
পিসিবির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ‘ক্রিকেটে উৎসাহী দর্শকদের ভূমিকা কতটা, সেটা আমরা বুঝি। দর্শকরাই আমাদের ক্রিকেটারদের উদ্দীপ্ত করেন ও অনুপ্রেরণা জোগান। তবে দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সব থেকে গুরুত্ব পায়। সব সম্ভাবনার কথা বিবেচনা করার পরে আমাদের মনে হয়েছে যে, দর্শকশূন্য গ্যালারিতে দ্বিতীয় টেস্ট আয়োজন করাই যথাযথ হবে।’
যাঁরা টিকিট কিনে ফেলেছেন, তাঁদের কী হবে?
যাঁরা ইতিমধ্যেই করাচির দ্বিতীয় টেস্টের টিকিট কিনেছেন, তাঁদের দুশ্চিন্তায় পড়াই স্বাভাবিক। যদিও পিসিবির ঘোষণায় দুশ্চিন্তা কেটে যাবে তাঁদের। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছে যে, যাঁরা সিরিজের দ্বিতীয় টেস্টের টিকিট কিনে ফেলেছেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করা হয় যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই স্টেডিয়াম সংস্কারের কাজ করা হচ্ছে। যাতে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা দর্শকদের আরও বেশি স্বাচ্ছন্দ্য় দেওয়া যায়, সেদিকে নজর রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট- রাওয়ালপিন্ডি (২১ অগস্ট থেকে ২৫ অগস্ট)।
দ্বিতীয় টেস্ট- করাচি (৩০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর)।