২১ অগস্ট থেকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অধীনে অনুষ্ঠিত এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি ১৬ সদস্যের দল নির্বাচন করেছে। দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। এই দলে মোট ৫ জন ফাস্ট বোলারকে রাখা হয়েছে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলকে অ্যাটাকিং মোডে দেখা যাবে।
গত বছরের জুনে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তাসকিন আহমেদ। এর পরও টেস্ট দলে নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হুসেন বলেছেন, ‘তাসকিন আহমেদ তার দ্বিতীয় টেস্ট খেলবেন এই বিষয়টি মাথায় রেখে আমরা পাঁচজন ফাস্ট বোলারকে বেছে নিয়েছি। গত বছরের জুন থেকে তিনি কোনও টেস্টে বোলিং করেননি এবং আমরা তাকে এটি দিয়েছি। পাকিস্তান এ-এর বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য তাকে এ দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তিনি দীর্ঘ ফর্ম্যাটের ম্যাচগুলির জন্য ছন্দে থাকতে পারেন।’
আরও পড়ুন… PAK vs BAN Test: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ শুনে রেগে লাল শান মাসুদ! কী বললেন পাকিস্তান অধিনায়ক?
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত ৬টি টেস্ট সিরিজ খেলা হয়েছে, তবে পাকিস্তানের বিরুদ্ধে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে, কারণ পাকিস্তান দল এই মুহূর্তে ছন্দে নেই। এর বাইরে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে, যে কারণে বাংলাদেশ দলও নজরে থাকবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, কিন্তু পাকিস্তান জিতেছে ১২টি ম্যাচে। মাত্র একটি ম্যাচ ড্র করতে সফল হয়েছে বাংলাদেশ দল।
আরও পড়ুন… India Hockey: সেদিন সারা রাত ঘুমোতেই পারেননি- রেড কার্ড নিয়ে নীরবতা ভাঙলেন অমিত রোহিদাস
বাংলাদেশ টেস্ট দল নিম্নরূপ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মহম্মদ তাসকিন আহমেদ ও সৈয়দ খালিদ আহমেদ।
আরও পড়ুন… SL vs IND ODI: আমি কোহলিকে ডিফেন্ড করছি না- শ্রীলঙ্কায় বিরাটের LBW নিয়ে মুখ খুললেন দীনেশ কার্তিক
আগেই পাকিস্তানে পৌঁছে যাবে বাংলাদেশ দল-
আগামী ২১ অগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে এই সফর শুরুর অনেক দিন আগেই বাংলাদেশ দলের আসার কথা রয়েছে। এই সিরিজ শুরুর চার দিন আগে পাকিস্তানে পৌঁছে যাবে বাংলাদেশ। পাকিস্তানে আসার পর তারা ১৪ থেকে ১৬ অগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রশিক্ষণ নেবেন। এর পর দলটি ১৭ অগস্ট রাওয়ালপিন্ডিতে যাবে এবং তারপর ১৮ অগস্ট থেকে অনুশীলনে অংশ নেবে।