ভারতের টেস্ট খেলতে আসার আগেই শাকিবদের জন্য বড় আর্থিক পুরস্কার দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আসলে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য এমনটা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশে ক্রিকেট দলকে ৩.২ কোটি বাংলাদেশ টাকা পুরস্কার দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যা ভারতীয় রুপিতে প্রায় ২.২৫ কোটি টাকা। পাকিস্তানের ঘরে ঢুকে বাবর আজমদের ২-০ হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই জয় ও কৃতিত্বকে স্মরণীয় করে রাখতেই এমনটা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার কে? বিরাট কোহলির বদলে কার নাম নিলেন জসপ্রীত বুমরাহ!
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ সজিব ভূঁইয়া পুরুষ দলের অধিনায়ক নাজমুল শান্তর হাতে এই পুরস্কার তুলে দেন। দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। পুরস্কারের একটি অংশ বন্যার্তদের সাহায্যে দান করা হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানান হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই পুরস্কারের তথ্য শেয়ার করার সময় লিখেছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে ৩.২০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ সজিব ভূঁইয়ার কাছ থেকে বোনাস গ্রহণ করেন। এর একটি অংশ বন্যার্তদের সাহায্যে দান করা হবে।’
আরও পড়ুন… একি অবস্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি
ঘরের মাঠে পাকিস্তানের জন্য এটি ছিল লজ্জাজনক পরাজয়। ২০২১ সাল থেকে ঘরের মাঠে কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তানের ক্রিকেট দল। পাকিস্তান ঘরের মাঠে ৪ ফেব্রুয়ারি ২০২১-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ জিতেছিল। তারপরে দলটি ১০টি টেস্ট খেলেছে যার মধ্যে চারটি ড্র করেছে এবং ৬টি ম্যাচে তাদের পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন… Champions Cup 2024: বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে
এদিকে পাকিস্তানকে হারানোর পর ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের মতো ভারতের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করার দিকে নজর থাকবে দলটির। তবে, এই কাজটি বাংলাদেশের পক্ষে করাটা সহজ হবে না, কারণ টিম ইন্ডিয়া ২০১৩ সাল থেকে ঘরের মাঠে কোনও সিরিজ হারেনি। ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট কানপুরে অনুষ্ঠিত হবে। এখন দেখার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া এই পুরস্কার ভারত সফরে শান্তদের কতটা অনুপ্রাণিত করতে পারে।