হ্যারি ব্রুক এবং জো রুটের দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে, ইংল্যান্ড প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস এবং ৪৭ রানে পরাজিত করে দিয়েছে। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান এই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ৫৫৬ রান তুলেছিল। এর জবাবে ইংল্যান্ড হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি এবং জো রুটের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮২৩/৭ রানে তাদের ইনিংসের ঘোষণা করে।
এর ফলে মুলতানের মাটিতে স্বাগতিকদের ওপর প্রথম ইনিংসেই ২৬৭ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ২২০ রানের মধ্যে গুটি যায়। এবং এর ফলে ইংল্যান্ড এই ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে নেয়। অসুস্থতার কারণে ব্যাটিংয়ে আসতে পারেননি আবরার আহমেদ।
আরও পড়ুন… IND vs BAN: সঞ্জুকে কি আর একটা সুযোগ পাবেন? হর্ষিত কি অভিষেক করবেন? দেখুন ভারতের সম্ভাব্য একাদশ
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর আব্দুল্লাহ শফিক (১০২), অধিনায়ক শান মাসুদ (১৫১) এবং আঘা সলমন (১০৪) সেঞ্চুরি করেন। এই তিন ব্যাটসম্যানের জোরেই স্বাগতিক দল ৫৫০ রান পেরিয়ে যায়। যেখানে বাবর আজম ৭১ বলে ৩০ রান করে তার ভালো শুরুকে বড় স্কোরে রূপান্তর করতে ব্যর্থ হন।
আরও পড়ুন… ভিডিয়ো: বিরাট BGT-তে আগুন লাগাতে হবে- মুম্বইয়ে ফিরতেই ভক্তের আবদার, শুনে কী বললেন কোহলি?
এরপর ব্যাট করতে আসা ইংল্যান্ড দলে আলোড়ন সৃষ্টি করেন হ্যারি ব্রুক ও জো রুট। হ্যারি ব্রুক তার টেস্ট কেরিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন এবং ৩২২ বলে ২৯টি চার ও ৩টি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ৩১৭ রান করেন। যেখানে জো রুট তার কেরিয়ারের ছয় নম্বর ডাবল সেঞ্চুরি করেন। এবং ৩৭৫ বলে ১৭টি চার মেরে ২৬২ রান করেন। চতুর্থ উইকেটে দুই ব্যাটসম্যানের মধ্যে ৪৫৪ রানের জুটি গড়ে ওঠে, যা একটি বিশ্ব রেকর্ড।
আরও পড়ুন… FIFA World Cup 2026 Qualifiers: লুইজ হেনরিকের শেষ মুহূর্তের গোল, চিলিকে ২-১ হারাল ব্রাজিল
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসা পাকিস্তান দলকে দেখে প্রথম থেকেই চাপে মনে হচ্ছিল। এমনকি মুলতানের মতো সমতল পিচেও ইংল্যান্ডের লিড কাটিয়ে উঠতে পারেনি পুরো দল। দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায় পুরো পাকিস্তান দল। এই সময়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জ্যাক লিচ। ১৫ অক্টোবর থেকে মুলতানে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।