বাবর আজমের জায়গায় মাঠে নেমেই চমক কামরান গুলামের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নেন পাকিস্তানের নবাগত মিডল অর্ডার ব্যাটার। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করার পরে কামরানকে নিয়ে ধন্য ধন্য রব পাক ক্রিকেটমহলে। তবে এরই মাঝে একটি বিতর্কিত ভিডিয়ো হঠাৎ করেই ঘোরাফেরা করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
একদা পিএসএলে ক্যাচ মিস করায় বোলার হ্যারিস রউফের হাতে চড় খেতে হয়েছিল কামরান গুলামকে। শেই ভিডিয়োই নতুন করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বলা বাহুল্য, এক্ষেত্রে পুনরায় তিরস্কৃত হতে শুরু করেছেন রউফ। হ্যারিসের হাতে চড় খাওয়া থেকে টেস্ট অভিষেকেই সেঞ্চুরিকে কামরানের স্বপ্নের উত্থান হিসেবে বর্ণনা করা হচ্ছে।
কী ঘটেছিল পিএসএলে
২০২২ সালের পাকিস্তান সুপার লিগ চলাকালীন মাঠের মাঝেই কামরান গুলামকে কষিয়ে চড় মারেন হ্যারিস রউফ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের মধ্যে ম্যাচ চলছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার। ইনিংসের ১.২ ওভারে হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিস করেন কামরান গুলাম। সেই ওভারের পঞ্চম বলে হ্যারিস রউফ আউট করেন মহম্মদ হ্যারিসকে।
উইকেট পাওয়ার পর বাকি সতীর্থদের সঙ্গে রউফকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন কামরান গুলামও। ঠিক তখনই সামনে পেয়ে তাঁকে চড় কষিয়ে দেন রউফ। হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিস করায় গুলামের উপর অসন্তুষ্ট ছিলেন হ্যারিস। যদিও হ্যারিসের এমন আচরণ নিয়ে জোর বিতর্ক হয় সেই সময়ে।
টেস্ট অভিষেকেই চমক কামরানের
বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্টে ইনিংসে হারে পাকিস্তান। দলের টানা ব্যর্থতায় বিরক্ত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাবর আজম, শাহিন আফ্রিদি ও নাসিম শাহর মতো তিন তারকাকে বাদ দেন পাক নির্বাচকরা।
মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে বাবর আজমের জায়গায় মাঠে নামেন কামরান গুলাম। এই প্রথমবার পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। টেস্ট অভিষেকেই চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরেন কামরান। চার নম্বরে ব্যাট করতে নেমে গুলাম ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ১৯২ বলে। সাহায্য নেন ৯টি চার ও ১টি ছক্কার। শেষমেশ ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২৪ বলে ১১৮ রান করে সাজঘরে ফেরেন কামরান।