পাকিস্তান বরাবর আগুনে পেস বোলিংয়ের জন্য ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নেয়। তবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে এবার স্পিন বোলিংকে হাতিয়ার করেন শান মাসুদরা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে যে ছবি দেখা গেল, তেমনটা নিতান্ত বিরল সন্দেহ নেই।
প্রথমত, তৃতীয় টেস্টের জন্য রাওয়ালপিন্ডিতে ঘূর্ণি পিচ বানায় পাকিস্তান। চার স্পিনারকে দিয়ে প্রথম ইনিংসে বল করিয়ে ইংল্যান্ডকে টেস্টের প্রথম দিনেই অল-আউট করে দেন শান মাসুদরা। প্রথম ইনিংসে পাকিস্তানের একজন পেসারও বল করেননি। সাজিদ খান গত টেস্টের প্রথম ইনিংসে ৭টি উইকেট নিয়েছিলেন। এবার তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের ৫ উইকেটের গণ্ডি টপকান সাজিদ।
তৃতীয় টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকসকে। তিনি টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পাকিস্তান নতুন বলে বোলিং শুরু করায় অফ-স্পিনার সাজিদ খান ও বাঁ-হাতি স্পিনার নোমান আলিকে দিয়ে। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে বাকি দু'জন বল করেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ ও অফ-স্পিনার অল-রাউন্ডার আঘা সলমন।
ইংল্যান্ড ৬৮.২ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৭ রানে। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ। তিনি ১১৯ বলে ৮৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন। জেমি ৫টি চার ও ৬টি ছক্কা মারেন। এছাড়া হাফ-সেঞ্চুরি করেন বেন ডাকেট। তিনি ৮৪ বলে ৫২ রান করে আউট হন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা।
জ্যাক ক্রলি ৪৩ বলে ২৯ রান করে আউট হন। তিনি ৩টি চার মারেন। ৭১ বলে ৩৯ রান করেন গাস অ্যাটকিনসন। তিনি ৫টি চার মারেন। ক্যাপ্টেন বেন স্টোকস করেন ২২ বলে ১২ রান। ওলি পোপ ৩, জো রুট ৫, হ্যারি ব্রুক ৫, রেহান আহমেদ ৯, জ্যাক লিচ ১৬ ও শোয়েব বশির অপরাজিত ১ রান করেন।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ১২৮ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন সাদিজ খান। ৮৮ রানে ৩টি উইকেট নেন নোমান আলি। ৪৪ রানে ১টি উইকেট নেন জাহিদ মাহমুদ। মাত্র ১ ওভার বল করেন আঘা সলমন। তিনি ৩ রান খরচ করে কোনও উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তানও স্বস্তিতে নেই মোটেও। তারা দলগত ৪৩ রানে দুই ওপেনার আবদুল্লা শফিক (১৪) ও সইম আয়ুবের (১৯) উইকেট হারিয়ে বসে। শফিককে ফেরান শোয়েব বশির। জ্যাক লিচের শিকার আয়ুব।