নিজেদের শেষ ম্যাচেও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় নতুন করে বিতর্ক তৈরি করতে পারে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১০৭ রান তাড়া করতে নেমে পাক ব্রিগেড ৭ উইকেট হারিয়ে বসে থাকে। বাবর আজম একা লড়াই করে, শেষ পর্যন্ত শাহিন আফ্রিদিকে সঙ্গে নিয়ে ১৮.৫ ওভারে কোনও মতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগেই টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এই ম্য়াচটি দুই দলের কাছে নেহাৎ-ই নিয়মরক্ষার ম্যাচ ছিল। সেই ম্যাচেও পাক ব্যাটাররা রীতিমতো হতাশ করলেন। যদিও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর বল হাতে জ্বলে ওঠেন শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিমরা।
রবিবার টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। কিন্তু শাহিন আফ্রিদির দাপটে শুরুতেই কেঁপে যায় আইরিশ ব্যাটিং অর্ডার। ১৫ রানের মধ্যেই তারা চার উইকেট হারিয়ে বসে থাকে। তার মধ্যে একাই তিন উইকেটই তুলে নেন আফ্রিদি। অ্যান্ডি বালবির্নি (৩ বলে ০), লরকান টাকার (২ বলে ২) এবং হ্যারি টেক্টরকে (৬ বলে ০) সাজঘরের রাস্তা দেখান আফ্রিদি। পল স্টার্লিংকে (২ বলে ১) ফেরান মহম্মদ আমির। এছাড়া জর্জ ডকরেল (১০ বলে ১১), কার্টিস ক্যাম্পারও (১৪ বলে ৭) নিরাশ করেন।
আরও পড়ুন: প্রথমে স্মৃতির দাপট, পরে দীপ্তি-শোভনার আগুনে বোলিং, প্রোটিয়াদের ১৪৩ রানে উড়িয়ে দিল ভারত
আয়ারল্যান্ডের হয়ে গ্যারেথ ডেলানি সর্বোচ্চ ৩৯ রান (১৯ বল) করেন। জোশ লিটল দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ২২ রান করেন। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান মার্ক অ্যাডায়ার। তিনি ১৯ বলে ১৫ করেন। কোনও মতে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে একশো রানের গণ্ডি টপকায় আয়ারল্যান্ড। তাদের ইনিংস ১০৬ রানে শেষ হয়। পাক ব্রিগেডের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি এবং ইমাদ ওয়াসিম। ২ উইকেট নিয়েছেন মহম্মদ আমির। এক উইকেট নিয়েছেন হ্যারিস রউফ।
আরও পড়ুন: দেশের মাটিতে প্রথম শতরান স্মৃতির, ছুঁঁলেন মিতালির ৭ হাজারের নজির, ভাঙলেন একাধিক রেকর্ডও
সেই রান তাড়া করতে নেমে পাকিস্তানও ব্যাটিং বিপর্যের মুখে পড়ে। দলের দুই ওপেনারই ১৭ করে স্কোরে আউট হন। মহম্মদ রিজওয়ান ১৬ বলে ১৭ করেন। আর সাইম আয়ুব ১৭ বলে ১৭ করেন। বাবর আজম তিনে নেমে একমাত্র হাল ধরে থাকেন। কিন্তু উল্টোদিকের কেউ তাঁকে সঙ্গত করতে পারছিলেন না। বাকিরা ক্রিজে এসেই সাজঘরে ফিরে যাওয়ার লাইন লাগান। ফখর জামান (৯ বলে ৫), উসমান খান (৩ বলে ২), শাদাব খান (২ বলে ০), ইমাদ ওয়াসিম (৬ বলে ৪) সকলেই নিরাশ করেন। এক অঙ্কের ঘরে স্কোর করে সাজঘরে ফিরে যান তাঁরা।
বাবর আজম টেল এন্ডারদের নিয়েই লড়াই চালান। আটে নেমে ২১ বলে ১৭ করেন করেন আব্বাস আফ্রিদি। এর পর নয়ে নেমে বাবরকে শেষ পর্যন্ত সঙ্গত করেন শাহিন। ৫ বলে অপরাজিত ১৪ করেন তারকা পেসার। বাবর আজম অপরাজিত থাকেন ৩৪ বলে ৩২ করে। ৭ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে পাকিস্তানে মান রক্ষা করেন বাবর-আফ্রিদিরা। আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকার্থি। ২ উইকেট নিয়েছেন কার্টিস ক্যাম্পার। মার্ক অ্যাডায়ার এবং বেন হোয়াইট নিয়েছেন ১টি করে উইকেট।