শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে এক মাসের কিছুটা বেশি সময়। এমন আবহে সব দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই পাকিস্তান সফরে এসেছে নিউজিল্যান্ড দল। যদিও তারা এসেছে একেবারে দ্বিতীয় সারির দল নিয়ে। কারণ প্রথম সারির তারকারা সবাই ব্যস্ত আইপিএলে খেলতে। এমন আবহে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ পাকিস্তানের মাটিতে খেলতে আসা কিউয়িদের খুব বেশি পাত্তা দেননি বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবটা উল্টো। পরপর দুই ম্যাচে নিউজিল্যান্ডের পারফরম্যান্স চুপ করিয়ে দিয়েছে সমর্থকদের। সিরিজের চতুর্থ ম্যাচ জিতে সকলকে চমক দিয়ে সিরিজে লিড নিল নিউজিল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র চার রানে জিতে সিরিজে ২-১ ফলে লিড নিল নিউজিল্যান্ড। আর বাকি রয়েছে মাত্র একটি ম্যাচ। ফলে এই সিরিজ যে নিউজিল্যান্ড হারবে না, তা তারা নিশ্চিত করে দিল এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে।
আরও পড়ুন: স্টার্ক একজন কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- খারাপ সময়ে পাশে দাঁড়ালেন KKR সতীর্থ
এদিনের ম্যাচে জয়ে কিউয়িদের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বোলার উইলিয়াম ও'রুরকি। কিপ্টে বোলিং করার পাশাপাশি তিনি উইকেটও নিয়েছেন নিয়মিত ভাবেই। ফলে দলের জয়ের ভিতটা গড়ে দেন তিনি। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৭৮ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার টিম রবিনসন। তিনি চারটি চার এবং দু'টি ছয়ের মধ্যে দিয়ে সাজিয়েছেন তাঁর ইনিংসকে। ৩৬ বলে করেছেন ৫১ রান। এছাড়াও টম ব্ল্যান্ডেল (২৮), ডিন ফক্সক্রফট (৩৪) এবং মাইকেল ব্রেসওয়েলরদের (২৭) লড়াইয়ে পায়ের তলার জমি শক্ত করে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি ২০ রান দিয়ে তিনটি উইকেট নেন।
আরও পড়ুন: ১৪-১৫ ওভার ব্যাট করে ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর
জবাবে পাকিস্তান দল আট উইকেট হারিয়ে ১৭৪ রান করেই আটকে যায়। ফলে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র চার রানে জয়ী হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ফখর জামান। তিনি মাত্র ৪৫ বলে ৬১ রান করেছেন। এছাড়াও ওপেনার সৈয়ম আয়ুব ২০ রান, ইফতিখার আহমেদ ২৩ রান করেন। সদ্য অবসর ভেঙে ফিরে আসা ইমাদ ওয়াসিম মাত্র ১১ বলে ২২ রান করে অপরাজিত থেকে যান। তবে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। পাশাপাশি এদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক বাবর আজম। টি-২০ বিশ্বকাপের আগে তাঁর ফর্মে না থাকাটা চিন্তায় রাখবে পাক টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ডের উইলিয়াম ও'রুরকি চার ওভার বল করে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। আর তাঁর এই পারফরম্যান্সের কারণেই তিনি এদিনের ম্যাচ সেরাও হয়েছেন।