ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ তারাই। অথচ শুরুটাই লজ্জাজনক হার দিয়ে করল পাকিস্তান। বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে বিশ্রি ভাবে হারলেন মহম্মদ রিজওয়ান-বাবর আজমরা। কিউয়িদের দেওয়া ৩২১ রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে গেল ২৬০ রানে।
টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুতে কিউয়ি ব্যাটারদের চাপে ফেলে দিয়েছিলেন নাসিম শাহরা। প্রথম পাওয়ারপ্লে-তে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ৩২০ রানে। সৌজন্য, উইল ইয়ং এবং টম লাথামের সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরির হাত ধরেই রানের পাহাড় গড়ে কিউয়িরা।
ওপেন করতে নেমে উইল ইয়ং ১১৩ বলে ১০৭ রান করেন। ১২টি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি। ত্রিদেশীয় সিরিজ এবং প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই আগুনে মেজাজে ইয়ং। অন্যদিকে টম লাথাম ১০৪ বলে অপরাজিত ১১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। লাথামের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং তিনটি ছক্কায়। লাথামের এটি অষ্টম ওয়ানডে সেঞ্চুরি।
এদিন পরপর দুই ওভারে ডেভন কনওয়ে (১০) এবং কেন উইলিয়ামসনকে (১) হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু চাপের মাঝেও ইয়ং উইকেটের এক প্রান্ত ধরে রেখেছিলেন। এদিকে চারে ব্যাট করতে নেমে ডারিল মিচেলও (১০) রান পাননি। তবে চতুর্থ উইকেট জুটি বাঁধেন উইল ইয়ং এবং টম লাথাম। তাঁরা স্কোরবোর্ডে যোগ করেন ১১৮ রান। ইয়ং আউট হল, পঞ্চম উইকেট লাথামকে যোগ্য সঙ্গত করেন গ্লেন ফিলিপস। তাঁরা ১২৫ রান যোগ করেন। চারটি ছক্কা এবং তিনটি চারের হাত ধরে ৩৯ রানে ৬১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ফিলিপস। লাথাম এবং ফিলিপসের সৌজন্যেই শেষ পর্যন্ত ৩০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন: খেলা শুরু হতেই বিকট শব্দ, ভীতি স্টেডিয়ামে, ডাক করেই সাজঘরে ফিরলেন ডেভন কনওয়ে- ভিডিয়ো
এদিন বল হাতে বিশেষ সুবিধে করতে পারেনি পাকিস্তান। যাইহোক ২টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। আব্রার আহমেদ নিয়েছেন একটি উইকেট। ব্যাট হাতেও চূড়ান্ত নিরাশ করেছে পাক ব্রিগেড। সেভাবে জ্বলে উঠতে পারেননি কেউই। ব্যতিক্রম শুধু খুশদিল শাহ। দলের চাপের সময়ে সাতে নেমে পাকিস্তানের ইনিংস টেনে নিয়ে গিয়েছেন খুশদিল। চাপ নিয়ে দলের হয়ে সর্বোচ্চ রানও করেছেন তিনি। ১০টি চার, একটি ছক্কার হাত ধরে ৪৯ বলে ৬৯ রান করেছেন খুশদিল। কিন্তু ৪৩.৪ ওভারে উইল ও'রোরকে ফেরান খুশদিলকে। তখনই পাকিস্তানের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। প্রসঙ্গত, উইল ও'রোরকেই এদিন পাকিস্তানকে বড় ধাক্কা দেন। শুরুতেই ওপেনার সাউদ শাকিলকে (৬) ফেরান। এছাড়াও তিনি আউট করেছেন রিজওয়ানকেও (৩)।
আরও পড়ুন: ODI-এ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ যন্ত্রণার, কী বলছে পরিসংখ্যান?
এদিকে খুশদিল ছাড়া এদিন পাক ব্যাটারদের মধ্যে হাফসঞ্চুরি করেন বাবর আজম। ওপেন করতে নেমে বাবর ৬৪ রান করেন। তবে এই ৬৪ করতে তিনি ৯০ বল লাগিয়ে দেন। বাবরের ইনিংসে ছ'টি চার এবং একটি ছক্কা রয়েছে। এছাড়া সলমন আগা করেছেন ২৮ বলে ৪২ রান। প্রথম ইনিংসে চোট পেয়ে মাঠ ছেড়ে চলে যাওয়া ফখর জামান চারে নেমে করেছেন ২৪ রান। শাহিন শাহ আফ্রিদি করেছেন ১৪ রান। নাসিম শাহ এবং হ্যারিস রউফ করেছেন যথাক্রমে ১৩ এবং ১৯ রান। শেষ পর্যন্ত হার দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করল পাকিস্তান। কিউয়িদের হয়ে ও'রোরকে ছাড়াও তিন উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। ম্যাট হেনরি নিয়েছেন২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল এবং নাথান স্মিথ।