চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ফখর জামানের চোট নিয়ে যখন উদ্বিগ্ন হয়ে পড়েছিল পাকিস্তানের ক্রিকেট ভক্তরা, তখন সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল পিসিবি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ‘ফখর জামানের মাসেল স্ট্রেন হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরীক্ষা করা হচ্ছে এবং পরবর্তী আপডেট যথাসময়ে প্রদান করা হবে।’
মজার বিষয় হল, পিসিবি-র এই আপডেটের কয়েক মিনিট পরেই, ফখর মাঠে ফিরে আসেন। নিউজিল্যান্ডের ইনিংসের শেষের দিকে। এবং গুরুত্বপূর্ণ সময়ে গ্লেন ফিলিপসের (৩৯ বলে ৬১) ক্যাচটি নেন তিনি। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে। পিসিবি এবং টিমের মধ্যে যে কোনও রকম বোঝাপড়া নেই, সেটা আরও একবার পরিষ্কার হয়ে গিয়েছে। তবে ফখর ফিল্ডিং করতে নামলেও, ব্যাটিংয়ের সময়ে ওপেন করতে নামেননি, যা তাঁর স্বাভাবিক ব্যাটিং স্পট।। এমন কী তিনেও খেলতে নামেননি। চারে ব্যাট করতে নামেন ফখর।
আরও পড়ুন: খেলা শুরু হতেই বিকট শব্দ, ভীতি স্টেডিয়ামে, ডাক করেই সাজঘরে ফিরলেন ডেভন কনওয়ে- ভিডিয়ো
কেন ফখর জামানকে ওপেন করতে দেওয়া হল না?
ফখর মাঠে ফেরার পর পাকিস্তান শিবিরে স্বস্তি ফিরে এসেছিল। তবে খেলোয়াড়দের মাঠ ছাড়ার বিষয়ে আইসিসির নিয়মের কারণেই তাঁকে পাকিস্তানের হয়ে ওপেন করার অনুমতি দেওয়া হয়নি। প্রথম ওভারেই মাঠ থেকে বের হয়ে গিয়েছিলেন ফখর। এই ঘনটার ১৩৫ মিনিট পর ৩৩তম ওভারে মাঠে ফিরেছিলেন তিনি। পাকিস্তানি বোলিংয়ের সময় তিনি মাত্র ১১০ মিনিট মাঠে ছিলেন।
নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড় ফিল্ডিং চলাকালীন নির্ধারিত সময়ের বেশি মাঠের বাইরে থাকলে তাঁকে ব্যাটিংয়েও কিছুক্ষণ মাঠের বাইরে থাকতে হয়। এই নিয়মে, পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ফখর জামানকে ২০ মিনিটের জন্য বাইরে বসে থাকতে হয়েছিল। ক্রিকেটের ২৫.৩ ধার অনুসারে, ব্যাটিং দলের কোনও খেলোয়াড় যদি পেনাল্টির সময় পূর্ণ না করে, তাহলে সেই খেলোয়াড়কে পেনাল্টির সময় পূর্ণ না হওয়া পর্যন্ত ব্যাট করতে দেওয়া হয় না।
আরও পড়ুন: ODI-এ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ যন্ত্রণার, কী বলছে পরিসংখ্যান?
নিউজিল্যান্ডের ইনিংস যদি পাকিস্তানের সময় অনুযায়ী সন্ধ্যা ৬.২৫ পর্যন্ত চলত, তাহলে ফখর জামানের পেনাল্টি টাইম শেষ হয়ে যেত। এই অবস্থায় তিনি ইনিংস শুরু করতে পারতেন, কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় সন্ধ্যা ৬.০৫ মিনিটে। এই কারণে বাবর আজমের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় সাউদ শাকিলকে।
এমন কী আইসিসির নিয়মের কারণে তিন নম্বরেও ব্যাট করতে পারেননি ফখর জামান। আসলে চতুর্থ ওভারের চতুর্থ বলে ৬ রান করে আউট হন সাউদ শাকিল। এ সময়ে পাকিস্তানি ইনিংসের ২০ মিনিটও শেষ হয়নি, যে কারণে তিন নম্বরে ব্যাট করতে নামতে হয় অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে। এর পর ৩ রান করে মহম্মদ রিজওয়ান আউট হলে চারে নামেন ফখর।
আরও পড়ুন: এদের নখরার শেষ নেই, ভারতকে উচিত শিক্ষা দিতে হবে- Champions Trophy-র আগে খোঁচা পাক প্রাক্তনী সাকলিনের
কী হয়েছিল ফখরের
বুধবার পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের হাত ধরে উদ্বোধন হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় বলটি নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং কভারের দিকে ঠেলে দেন। মিড অফে দাঁড়িয়ে থাকা ফখর জামান ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচান। তবে তিনি বিশ্রি ভাবে পড়ে গিয়ে চোট পান। প্রসঙ্গত, ফখর বাউন্ডারি বাঁচালেও ৩ রান যোগ হয় নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে। চোট পাওয়ার পর ফখরকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল। অবিলম্বে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এবং সাইডলাইনে ফিজিয়ো তাঁকে পরীক্ষা করে দেখেন। তাঁর বদলে মাঠে নামেন বদলি ফিল্ডার কামরান গোলাম।