নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার গুড়াকেশ মোতি। তবে এরপরে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে বসিয়েছেন গুড়াকেশ মোতি। ওয়েস্ট ইন্ডিজ দল ১৬৩ রানে অলআউট হয়েগেলেও গুড়াকেশ মোতির অলরাউন্ড পারফরমেন্সের ফলে প্রথম দিনের শেষে ৯ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতির জন্য মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ছিল ম্যাজিকাল। পাকিস্তানের বিরুদ্ধে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে গুড়াকেশ মোতি তার প্রথম টেস্ট অর্ধশতক করলেন। ৫৪/৮ থেকে দলকে ১৬৩ রানে পৌঁছে দেওয়ার পথে তিনি ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান কেমার রোচ এবং জোমেল ওয়ারিকানের সঙ্গে মূল্যবান রান যোগ করেন।
আরও পড়ুন… চোট নিয়ে নাটক করেননি! MRI Scan এর ছবি শেয়ার করে সমালোচকদের কড়া জবাব দিলেন জকোভিচ
স্পিনের বিরুদ্ধে ভালো ব্যাটিং করার কারণ ব্যাখ্যা করে গুড়াকেশ মোতি বলেন, ‘আমি ধৈর্য ধরার চেষ্টা করছিলাম এবং খারাপ বল পেলেই রান করার সুযোগ নিচ্ছিলাম। আমরা স্পিন নিয়ে কাজ করেছি, আমাদের দেশে অনেক স্পিন ব্যবহার করা হয় এবং আমি মনে করি স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করতে পারার সক্ষমতা আমার রয়েছে।’
গায়ানার হওয়ায়, যেখানে উইকেট ধীরগতির এবং স্পিনারদের জন্য সহায়ক, গুড়াকেশ মোতি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। তার প্রথম শ্রেণির ক্রিকেটে একটি শতক ও দুটি অর্ধশতক রয়েছে এবং ব্যাটিং গড় ২২.০২। এবার আন্তর্জাতিক স্তরেও ব্যাটিং দক্ষতা দেখালেন গুড়াকেশ মোতি।
আরও পড়ুন… আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে চাই না: আগরকরের চেয়ারে কেন বসতে চান না অশ্বিন?
তবে, গুড়াকেশ মোতি নিজের মূল দক্ষতা বোলিংয়েও সমান উজ্জ্বল ছিলেন।তিনি বাবর আজম, কামরান গুলাম এবং সলমন আলি আঘার গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পাকিস্তানকে ১৫৪ রানে অলআউট করেন এবং ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানের লিড এনে দেন। বল নিয়ে পরিকল্পনার কথা ব্যাখ্যা করে ২৯ বছর বয়সি গুড়াকেশ মোতি বলেন, ‘আমরা জানতাম এটি ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যাবে। আমি বিশ্লেষকদের সঙ্গে কাজ করেছি, তারা পরিশ্রম করেছেন এবং আজ আমি সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি।’
আরও পড়ুন… জানেন কেন স্টাম্প মাইকের থেকে দূরে থাকেন সূর্যকুমার? বিষয়টা নাকি রোহিতের সঙ্গে যুক্ত
বাঁহাতি স্পিনার আরও যোগ করে বলেন, ‘যখনই বলের গতি বাড়ানো হত, তখন ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যেত, তাই গতি বৈচিত্র্য আনতে হত এবং ধীরগতিতে বল করতাম।’ প্রথম টেস্টে মাত্র দুটি উইকেট পাওয়া গুড়াকেশ মোতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিজের উন্নতি প্রমাণ করেছেন।