ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১২০ রানের পরাজিত হয়েছে পাকিস্তান। এর পরে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে রেগে গেলেন শান মাসুদ। আসলে এক সাংবাদিকের প্রশ্ন শুনে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান দলের অধিনায়ক। শান মাসুদ মনে করেন সাংবাদিক তাঁকে অসম্মানজনক প্রশ্ন করেছেন।
আসলে সেই সাংবাদিক শান মাসুদকে জিজ্ঞাসা করেন যে তিনি নিজে কি দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন, নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাকে সরাতে বাধ্য হবে। শান মাসুদ সাংবাদিকের মতামতকে স্বীকার করলেও খেলোয়াড়দের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন… এটি অসাধারণ একটা অনুভূতি: BBL 2024-25 Final-এ নজির গড়া ইনিংস খেলে আবেগে ভাসলেন মিচেল ওয়েন
শান মাসুদ বলেন, ‘আপনার নিজের মতামত আছে এবং আমি সেটাকে সম্মান করি, কিন্তু আপনার প্রশ্নে অনেক অসম্মান রয়েছে।’ এরপরে শান মাসুদ বলেন, ‘আপনি কোনও খেলোয়াড়কে অসম্মান করতে পারেন না, আমাকে কিংবা অন্য কারোর বিরুদ্ধে এমন কথা বলতে পারেন না। আমরা সকলেই পাকিস্তানের হয়ে খেলি এবং ফলাফল দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই ধরনের অসম্মান কেউই সহ্য করবে না। আপনাকে এটা বুঝতে হবে। আপনি কাউকে ছোট করতে চাইলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা সকলেই পাকিস্তানের খেলোয়াড়।’
শান মাসুদ আরও ব্যাখ্যা করে বলেন যে দলের নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার PCB-এর রয়েছে। তিনি বলেন, ‘আপনাকে এটা বুঝতে হবে এবং স্বীকার করতে হবে যে আমরা কিছু ভিন্ন কিছু করার চেষ্টা করছি এবং আপনাকে সেটার বিশ্লেষণ করতে হবে। যে কেউ গুগল করতে পারে, কিন্তু আমরা কিছু অর্জন করার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে আমরা ঘরের মাঠে চারটি টেস্টের মধ্যে তিনটি জিতেছি।’
দেখুন শান মাসুদের রেগে যাওয়ার ভিডিয়ো-
আরও পড়ুন… প্রত্যাশিত ভাবেই ICC-র বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হলেন বুমরাহ, হারালেন রুটদের
শান মাসুদ দলের টেস্ট ম্যাচে প্রতিপক্ষের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে না পারার সমস্যার কথা স্বীকার করেছেন। এবং তিনি দল হিসেবে সুযোগ কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। শান মাসুদ বলেন, ‘আমরা অনেক দিন ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছি, যেখানে প্রতিপক্ষের লোয়ার অর্ডারকে দ্রুত আউট করতে পারছি না, এবং এটি সমাধান করার উপায় আমাদের খুঁজতে হবে। কারণ টেস্ট ক্রিকেটে দল হিসেবে সুযোগগুলো কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ।’