পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, যিনি বর্তমানে পাক সরকারের মন্ত্রীও, এবার তিনিই চমর হুঁশিয়ারি দিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ইতিমধ্যেই ভারতীয় দল সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। বিসিসিআই আগেই জানিয়েছিল পাকিস্তানে কোনও সিরিজ খেলতে ভারতীয় দল যাবে কি যাবে না, তার সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করে ভারত সরকারের ওপর।
আরও পড়ুন-স্টার্কের বদলি হিসেবে কাকে টার্গেট করছে KKR! নজরে ভারতীয় তারকা! দৌড়ে কিউয়ি পেসারও…
ভারতের ম্যাচ সরতে পারে পাকিস্তান থেকে-
সম্প্রতি জানা গেছে বিভিন্ন রিপোর্টে, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলও ভারতের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে। ফলে একপ্রকার সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আর সব ম্যাচ আয়োজিত হচ্ছে না, সেটা বুঝে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এবার সেই নিয়েই সুর চড়ালেন পাক বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি।
আরও পড়ুন-কোচের সঙ্গে সম্পর্কের অবনতি! ফ্রান্স জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত এমবাপের…
ভারতীয় দলের ম্যাচ সরবে আরবে?
ভারতীয় ক্রিকেট দলের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। এখনও পর্যন্ত আইসিসির তরফ থেকে সরকারিভাবে ঘোষণা না হলেও, ভারত যে পাকিস্তানে খেলতে যাবে না তা যেমন নিশ্চিত। তেমন পাকিস্তান ক্রিকেট বোর্ড যতই বলুক, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাও সম্ভব নয়,সেকথাও বলাই বাহুল্য।
ভারতকে কড়া বার্তা পাক বোর্ডের চেয়ারম্যানের-
নিজেদের দেশ থেকে বেশ কয়েকটা ম্যাচ এবং ভারত বনাম পাকিস্তানের ম্যাচও সরতে পারে বুঝে পেরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হুমকি দিল পাক বোর্ড। মোহসিন নকভি বলছেন, ‘ সাম্প্রতিক সময়ে পাকিস্তান বোর্ড একাধিকবার ভারতের দিকে সুসম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ভালো ব্যবহার করেছে। কিন্তু ভারতীয় বোর্ড যা করছে, তাতে ভবিষ্যৎে আর এরকম ভালো ব্যবহার আমাদের থেকে পাবে না’।
আরও পড়ুন-Video- অ্যাডাম জাম্পাকে জিজ্ঞাসা করে DRS নিলেন রিজওয়ান! হিরোগিরি দেখাতে গিয়ে বোকা বনলেন…
ভারতকে চটাতে চাইছে না আইসিসি-
ভারতীয় ক্রিকেট বোর্ড যে এই মূহূর্তে বিশ্বের সবথেকে ধনি ক্রিকেট বোর্ড, তাঁর কারণ টিম ইন্ডিয়ার পারফরমেন্স। যে দেশেই বিরাট, রোহিতরা খেলতে যাননা কেন, ভারতের বিশাল ফ্যানবেস টিম ইন্ডিয়াকে সমর্থন করতে যেমন মাঠে আসে। তেমনই টেলিভিশনে খেলাও দেখে, যার থেকে উপার্জিত অর্থ বা রেভিনিউয়ের ভাগ পায় সকলে। তাই আইসিসির পক্ষেও ভারতকে চটিয়ে কোনও কাজ করাই সম্ভব নয়।
বিগত এক দশকের বেশি সময় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ-
২০০৭ সালে ভারত পাকিস্তানের শেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে শেষবার পাকিস্তানে খেলতে গেছিল ভারতীয় দল। ২০১২-১৩ সাল নাগাদ শেষবার ভারত পাক সিরিজ আয়োজিত হয়েছিল ভারতের মাটিতে, এরপর থেকে আর দুই দল নিজেদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আইসিসির প্রতিযোগিতাতেই একমাত্র দুই দলের এখন দেখা হয়।