ছয় মাসের মধ্যেই পাকিস্তান দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি কার্স্টেন। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে মতবিরোধের কারণে সীমিত ওভারের দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন। মহম্মদ রিজওয়ানকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগের পরে গ্যারি কার্স্টেনের পদত্যাগের খবর আসে।
বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর এই দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ৫৬ বছর বয়সি গ্যারি কার্স্টেনের পদত্যাগের ভিতরের গল্প বলেছেন, যা চমকে দেওয়ার মতো। কার্স্টেনের পদত্যাগের সঙ্গে রিজওয়ানের যোগসূত্র রয়েছে বলে দাবি করেন বাসিত আলি।
রিজওয়ানকে অধিনায়ক করার পক্ষে ছিলেন না
বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েই এই গল্পের সূত্রপাত। কার্স্টেন অন্য কাউকে অধিনায়ক করার পক্ষে ছিলেন এবং অন্য একজন খেলোয়াড়ের জন্য দাবি জানিয়েছিলেন। প্রসঙ্গত, দুজনেই দলে নেই। কার্স্টেন নিজেকে সম্পূর্ণ কর্তৃত্ব বলে মনে করছিলেন। তিনি জানেন না যে এ দেশে রাতারাতি পিসিবি চেয়ারম্যান বদলে যায়। তারা এটাও জানে না যে আগে চেয়ারম্যান অনেক বদলালেও এখন হবে না। মহসিন নকভি সাহেব অনেক ক্ষমতা নিয়ে এসেছেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে কোচেরাও চলে যাচ্ছেন এবং নির্বাচক-ম্যানেজাররাও চলে যাচ্ছেন। এখন যে কেউ আওয়াজ তুলবে তাকে সরিয়ে দেওয়া হবে।’
আরও পড়ুন… ওরা মদ্যপ ছিল: দিলজিৎ-এর শোয়ের পরে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের এ কি অবস্থা! সামনে এল ভিডিয়ো
‘কার্স্টেনের রিপোর্টে ওহাবকে সরিয়ে দেওয়া হয়েছিল’
বাসিত আলি আরও বলেন, ‘কার্স্টেনের রিপোর্টে ওয়াহাব রিয়াজকে (প্রধান নির্বাচক) সরিয়ে দেওয়া হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির খুব ঘনিষ্ঠ ছিলেন ওয়াহাব। তিনি এই কাজ করতে করতে, তার প্রতিক্রিয়া এই ছিল. এটা একটা ছোট পৃথিবী।’ ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। বাসিত দাবি করেন, রিজওয়ানকে অধিনায়ক করায় সব খেলোয়াড়ই খুশি। তিনি বলেন, ‘পাকিস্তান দলের সব খেলোয়াড়ই রিজওয়ানকে অধিনায়ক করায় খুশি, সে আজম হোক, শাহিন আফ্রিদি হোক বা অন্য কেউ। রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তান দল জোরালো ভাবে না খেললে দুর্ভাগ্য হবে। তারপর আর কাউকে দেখতে পাবেন না। এটি একটি দুর্দান্ত সুযোগ।’
আরও পড়ুন… BAN vs SA 2nd Test: শুরুর আগেই বাংলাদেশ দলে ধাক্কা! ছিটকে গেলেন জাকের আলি, দলে আনক্যাপড অঙ্কন
কার্স্টেনের জায়গায় দায়িত্ব দেওয়া হল গিলেসপিকে
আমরা আপনাকে জানিয়ে রাখি যে পিসিবি কার্স্টেনের জায়গায় সীমিত ওভারের দলের কোচ হিসাবে জেসন গিলেসপিকে নিয়োগ করেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গিলেসপি পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের দায়িত্ব নেবেন গিলেসপি। ৪ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে পাকিস্তানকে। বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের দলের কোচের দায়িত্ব নেবেন গিলেসপি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের স্থায়ী কোচ হতে আগ্রহী নন তিনি।
এদিকে পাকিস্তানের দল নিয়ে কী বললেন বাসিত আলি-
স্কোয়াড এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নতুন তালিকা সম্পর্কে বলতে গিয়ে, পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান বাসিত আলি সাইদ এই নির্বাচন ভারতের পদ্ধতির প্রতিফলন বলে মনে করেন। বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে বলেছেন, ‘৩ থেকে চারটি নাম ছাড়া স্কোয়াডটি বেশ ভালো। কিন্তু প্রথমবার দেখা গেল পাকিস্তান ক্রিকেটে ভারতের পন্থা নকল করা হয়েছে। এটা খারাপ কিছু নয়, এটা একটা ভালো কপি।’