বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপে ব্যর্থতা, ঘরোয়া কোন্দল! পরিস্থিতি সামাল দিতে ওয়াকারকে ক্রিকেট ডিরেক্টর পদে আনছে পিসিবি

বিশ্বকাপে ব্যর্থতা, ঘরোয়া কোন্দল! পরিস্থিতি সামাল দিতে ওয়াকারকে ক্রিকেট ডিরেক্টর পদে আনছে পিসিবি

মিসবা উল হক ও ওয়াকার ইউনিস। ছবি- পিসিবি।

পিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘ক্রিকেট ডিরেক্টর হিসেবে পাকিস্তান বোর্ডের সব থেকে পছন্দ ওয়াকার ইউনিসকে। সেক্ষেত্রে পুরুষ ক্রিকেটের দেখভাল করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর রাখবেন তিনি। এছাড়া দুই কোচ এবং দলের নির্বাচকদের সঙ্গে তিনি এক হয়ে কাজ করবেন। পিসিবির প্রধান নকভি চাইছেন, যোগ্যদের দায়িত্ব দিতে ’।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে নেওয়া হচ্ছে বড় সিদ্ধান্ত।এবার প্রাক্তন পেসার ওয়াকার ইউনিসকে পাক বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট পদে আনা হতে পারে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে বিশ্রী পারফরমেন্স ছিল পাকিস্তান ক্রিকেট দলের। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে তাঁরা টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছিল, এরপর গ্যারি কার্স্টেন মুখ খুলেছিলেন দলের ক্রিকেটারদের বিশৃঙ্খলা নিয়ে। পরিস্থিতি যা, তাতে কড়া হাতে অবস্থা না সামলালে পাকিস্তান ক্রিকেট অথৈ জলে যাবে। তাই পাক বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি চাইছেন পিসিবিতে কিছু কাজ বন্টন করে দিতে। অর্থাৎ নিজের ক্ষমতার ব্যবহার সব জায়গায় করতে চান না তিনি। তাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেকে না রেখে বরং যে বিষয় যার অভিজ্ঞতা বেশি, তাঁকে সেই দায়িত্ব দিতে চাইছেন। 

আরও পড়ুন-রাউন্ড অফ সিক্সটিন বলে নয়, আমার ফোকাস সব ম্যাচে নিজের সেরাটা দেওয়াঃ বললেন মনিকা

সেই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান সিদ্ধান্ত নিয়েছেন সেদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদে প্রাক্তন পেসার ওয়াকার ইউনিসকে বসানোর। এমনিতে ওয়াকারের অতীতে ট্র্যাক রেকর্ড অসাধারণ। এক সময়ের অন্যতম সেরা বোলারদের মধ্যে ছিলেন পাক পেসার। বর্তমানে পাকিস্তান দলে তিন ফরম্যাটের জন্য রয়েছে দুই কোচ। সিমিত ওভারে গ্য়ারি কার্সটেন, এবং টেস্টে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা জ্যাসন গিলেসপি, তাঁদের সঙ্গেই কাজ করবেন ওয়াকার ইউনিস। 

আরও পড়ুন-ব্যাডমিন্টনে গ্রুপ টপার হয়ে কোয়ার্টারে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি,দেখাচ্ছে পদকের স্বপ্ন

পিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘ক্রিকেট ডিরেক্টর হিসেবে পাকিস্তান বোর্ডের সব থেকে পছন্দ ওয়াকার ইউনিসকে। সেক্ষেত্রে পুরুষ ক্রিকেটের দেখভাল করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর রাখবেন তিনি। এছাড়া দুই কোচ এবং দলের নির্বাচকদের সঙ্গে তিনি এক হয়ে কাজ করবেন। পিসিবির প্রধান নকভি চাইছেন, যে বিষয় যে যোগ্য তাঁদেরকেই কাজে লাগাতে। এক্ষেত্রে প্রশাসনের কেউ যাতে খেলার বিষয় নাক না গলায়, অন্যাথায় ব্যর্থতা দীর্ঘস্থায়ি হবে’।

আরও পড়ুন-আগামী অলিম্পিক্সেও পদক জিততে চাই!দেশকে ব্রোঞ্জ পদক এনে বললেন সরবজ্যোৎ সিং, ভিডিয়ো

বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন ৫২ বছর বয়সী ওয়াকার ইউনিস। অতীতে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ এবং বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। সাম্প্রতিক সময় অধিকাংশ বিদেশি বোর্ডই ক্রিকেট ডিরেক্টর নিয়োগ করেছেন, দলের মধ্যে প্রশাসনিক হস্তক্ষেপ রুখতে। সেই বিষয় থেকে শিক্ষা নিয়েই ওয়াকার ইউনিসকে পিসিবিতে ক্রিকেটের ডিরেক্টর পদে আনতে চাইছেন নকভি। তিনি এই পদে আসলে দল নির্বাচন বা বোলিং কোচ বা পরামর্শদাতা নির্বাচনের ক্ষেত্রেও তিনি নিজের মত রাখবেন। 

ক্রিকেট খবর

Latest News

১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন দেরিতে বেতন আসবে উৎসবের মাসে? পুজোর আগে ‘খারাপ’ ইঙ্গিত পেলেন শিক্ষকরা! ‘DA কম….’ 'খালি যৌন হেনস্থা নয়, থ্রেট কালচারও...' টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অরুণিমার গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.