দঃ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের ম্যাচ চলছে ত্রিদেশীয় সিরিজের। আসলে এই ম্যাচ নেহাতই চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহারশালের ম্যাচ। সিরিজ জিতলেও তাতে হাতি ঘোড়া কোনও কিছুই পাবে না দুই দলের মধ্যে কেউ। এই আবহেই এবার বিতর্কে জড়ালেন পাকিস্তানের ক্রিকেটাররা। অযথা টেম্বা বাভুমার সঙ্গে অভব্যতা করলেন তাঁরা।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
দঃ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটিং করার সময় ননস্ট্রাইকারের সঙ্গে একটা বড় ভুল বোঝাবুঝি করে ফেলেন। এর জেরে তিনি রানআউট হয়ে যান। বাভুমা সেই সময় ব্যাটিং করছিলেন ৮২ রানে। তবে তিনি দুর্ভাগ্যজনকভাবে আউট হতেই তাঁকে ঘিরে ধরে পাকিস্তানের ফিল্ডাররা অভব্যতামো শুরু করেন, যা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে দঃ আফ্রিকা ইনিংসের ২৯তম ওভারে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টেম্বা বাভুমা ৮২ রানে ব্যাটিং করার সময় পয়েন্টের দিকে একটি শট খেলে রান নিতে যান। কিন্তু ম্যাথিউ ব্রিটজকি তাঁকে সঙ্গে সঙ্গে ফেরত পাঠান। বোলিং করছিলেন মহম্মদ হাসনাইন। সৌদ শাকিল বল ধরেই ডাইরেক্ট হিট করেন স্টাম্পে। ফলে তাঁদের ১১৯ রানের জুটি ভেঙে যায়।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
পাক ক্রিকেটাররা রাস্তা আটকে দেন বাভুমার
এরপরই পাকিস্তানের ক্রিকেটার কামরান গুলাম, যিনি সবেমাত্র কয়েকমাস আগে টেস্টে অভিষেক করেছেন সেই তিনিই ছুটে যান টেম্বা বাভুমার দিকে সেলিব্রেট করতে। এরপর সৌদ শাকিল এবং সলমন আঘাও যোগদান করে সেই কটু সেলিব্রেশনে, যার ফলে বাভুমার সাজঘরে ফেরার রাস্তা আটকে যায়। এরপর পাক ক্রিকেটাররা সরে গেলেও আম্পায়াররা বিষয়টিকে ভালোভাবে নেয়নি।
রিজওয়ানকে ধমক আম্পায়ারদের
ম্যাচের ফিল্ড আম্পায়াররা সঙ্গে সঙ্গে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে ডেকে পাঠান এবং তাঁকে সতর্ক করে দেন দলের ক্রিকেটারদের এমন কাজের জন্য। শেষদিকে পাকিস্তানের বোলিংয়ের দুর্বলতা আরও একবার চোখে পড়ে। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ১১০ রান। এর আগে নিউজিল্যান্ড ম্যাচে শেষ ১০ ওভারে পাকিস্তান বোলাররা দিয়েছিলেন ১২৩ রান।
এই ঘটনার পর সোশাল মিডিয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের একহাত নিয়েছে নেটিজেনরা। একই সঙ্গে বাভুমার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার প্রশংসাও করা হয়েছে।