আড়াই লাখ টাকার টিকিট কিনতে বেচে দিয়েছেন ট্রাক্টর। ইনিংসের বিরতিতেও নিশ্চিত ছিলেন দলের জয় দেখে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু বাবর আজমরা একনিষ্ঠ অনুরাগীর আবেগের মর্যাদা দিতে পারেননি। ফলে ভাঙা মনে মাঠ ছাড়তে হয়। যদিও নিউ ইয়র্কের জয়ের জন্য ভারতীয় দল ও সমর্থকদের অভিনন্দন জানাতে ভোলেননি পাকিস্তানের এমনই এক বিষণ্ণ সমর্থক।
রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে একদিকে যেমন ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ঠিক তেমনই পাক সমর্থদের হতাশ চেহারাগুলো চোখে পড়ছিল স্পষ্ট। এমনই এক হতাশ পাক সমর্থক সংবাদ সংস্থা এএনআইকে জানান দুঃখের কথা।
সংশ্লিষ্ট পাক সমর্থক বলেন, ‘৩০০০ ডলারের টিকিটের জন্য ট্রাক্টর বেচে দিয়েছি। একবারও মনে হয়নি ম্যাচ হারতে পারি বলে। বিশেষ করে যখন ভারতের স্কোর দেখি, মনে হয়েছিল অনায়াসে ১২০ রান তুলে ম্যাচ জেতা যায়। তবে পাকিস্তান একটু ভালো খেলতে পারত। আপনাদের সকলকে অভিনন্দন জয়ের জন্য।’
তিনি এও জানান যে, বাবর আজম আউট হওয়ার পরেই তাঁরা হতাশ হয়ে পড়েন। এমন হারের জন্য যে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেটাও স্পষ্ট জানান সেই পাক ক্রিকেট অনুরাগী।
উল্লেখ্য, রবিবার নিউ ইয়র্কে টস-ভাগ্য সঙ্গ দেয় পাক দলনায়ক বাবর আজমের। তিনি টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। ভারত একসময় পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫০ রান সংগ্রহ করে। তারা ১০ ওভারে তোলে ৩ উইকেটে ৮১ রান। তবে তার পরেই ভারতীয় ইনিংসে ধস নামে। টিম ইন্ডিয়া ১৯ ওভারে ১১৯ রানে অল-আউট হয়ে যায়।
ঋষভ পন্ত দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন। ২০ রান করেন অক্ষর প্যাটেল। ১৩ রান করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। পাকিস্তানের নাসিম শাহ ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২১ রানে ৩টি উইকেট নেন হ্যারিস রউফ। ২৩ রানে ২টি উইকেট নেন মহম্মদ আমির। ২৯ রানে ১টি উইকেট নেন শাহিন আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৩ রান তোলে। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ৩১ রান করেন মহম্মদ রিজওয়ান। ভারতের জসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ম্যাচের সেরা হন তিনিই।