কটকের বারবতি স্টেডিয়ামে লাইট বন্ধ হওয়ার ঘটনায় ভারতীয় দলের ক্রিকেটার এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা বেজায় বিরক্ত ছিলেন। কারণ খেলা বাধ্য হয়ে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। ভারতীয় দল যখন ৩০৫ রান টার্গেট করছিল তখন মাঠের আলো বন্ধ হয়ে যায়, যার ফলে কিছুক্ষণ অপেক্ষা করেও খেলা শুরু করা না যাওয়ায় ক্রিকেটারদের কয়েকজন মাঠের বাইরে চলে আসেন।
কটকের বারবতি স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভে আলো জ্বলছিল না। ফলে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। তখন টিম ইন্ডিয়া ভালো পজিশনে ছিল, কারণ দলের স্কোর ছিল ৩৭ বলে ৪৮ রান। অর্থাৎ ক্রিকেটারদের ছন্দ কেটে যাওয়ার একটা চিন্তা ছিল। যদিও সেটা হতে দেননি রোহিত শর্মা, শুভমন গিলরা। রোহিত শতরান করেন, গিল অর্ধশতরান করেন। তবে ম্যাচের পর আলো বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
একদিন আগেই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ফিল্ডিং করতে গিয়ে মাথায় বড় চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। বল এসে সরাসরি কপালে লাগে কারণ মাঠের বাতিস্তম্ভে এলইডি লাইট ব্যবহার হওয়ায় তিনি ঠিকভাবে দেখতে পাননি বল। এরপর জেরে তাঁর মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। যা নিয়ে ভারতীয়রা খোঁটা দিয়েছিল পাকিস্তানকে।
এবার কটকের স্টেডিয়ামে বাতিস্তম্ভের আলো বন্ধ হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের মুখ পোড়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের ক্রিকেটভক্তরাও খোঁটা দেওয়া শুরু করে দিল বিসিসিআইকে। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও তাঁদের মাঠেই আলো বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সোশাল মিডিয়ায় একের পর এক তীর্যক মন্তব্য করা হল ভারতীয় বোর্ডকে নিয়ে।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
কোনও ইউজার লিখেছে গদ্দাফি স্টেডিয়ামের লাইট ভারতের কাছে তাঁরা পাঠাবে কিনা।
কেউ আবার বলছেন, ভারতীয় বোর্ড শুধু নামেই সবথেকে ধনি বোর্ড, আসলে নয়।