শুভব্রত মুখার্জি:- সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দুই দল। এই সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র টেস্ট সিরিজ জয় নয় তাদেরকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তাদের এই জয়ের অন্যতম নায়ক তাদের উঠতি পেস সেনসেশন নাহিদ রানা। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাহিদ রানার দুরন্ত বোলিং বাংলাদেশের জয়ের পথ সহজ করেছিল।
আরও পড়ুন…. আই লিগকে ঢেলে সাজাতে AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট দেখে নেওয়া হবে সিদ্ধান্ত
পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক সিরিজ জয়ের পরে আপাতত বিশ্রামে রয়েছেন বেশিরভাগ তারকা। এমন আবহে আর কয়েকদিন বাদেই ভারতে আসছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। এই সিরিজেও নাহিদ রানা টাইগারদের তুরুপের তাস হতে পারে। তিনি সরাসরি জানিয়েছেন এই মুহূর্তে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন এবং ভারতের বিরুদ্ধে ২২ গজে নামতে প্রস্তুত রয়েছেন।
আরও পড়ুন…. আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সেরা বললেন কেন উইলিয়ামসন?
বাংলাদেশ ক্রিকেটের তরফে তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে রানা জানিয়েছেন, ‘সত্যি বলতে ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আশা করি ম্যাচেও আমরা এর প্রতিফলন দেখতে পাব। আমাদের এই সিরিজের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। আমরা যত ভালো করে প্রস্তুতি নেব তত ভালো করে আমরা ম্যাচে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পারব। ভারত যে ভালো দল, শক্তিশালী দল এই বিষয়ে সন্দেহ নেই। তবে যে দল সিরিজে ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। আমাদের নিজেদের দিকটা আগে ভালো করে দেখে নিতে হবে।’
আরও পড়ুন…. Duleep Trophy: এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কোনও বার্তা দিতেই কি এমন আক্রমনাত্মক শ্রেয়স আইয়ার
বাংলাদেশের ক্রিকেটের নয়া পেস বোলিং সেনসেশন তিনি। তাঁর টেস্ট অভিষেক হয়েছিল এই বছরেই মার্চে। এই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তাঁর। নিজের প্রথম ম্যাচেই প্রতি ঘণ্টা ১৫০ কিমি গতিবেগে বল করে নজর কাড়েন তিনি। এরপর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে বল হাতে আগুন ঝরান তিনি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ‘আমি দেশ ছাড়ার আগে (পাকিস্তান সিরিজের জন্য) মনে, মনে সংকল্প করে গিয়েছিলাম দেশের হয়ে ভালো কিছু করেই ফিরব। আমার কাছ থেকে যা আশা করা হয়েছিল আমি সবটাই সঠিকভাবে পূরণ করেছি।’