পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ওদেশে অসন্তোষ কোন মাত্রা ছুঁয়েছে, সেটা বোঝা গেল ফের। এবার তো সাংবাদিক সম্মেলনে রীতিমতো বিব্রত হতে হল পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদকে। এমনকি পাক ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজারকে অনুরোধ করতে হল ক্যাপ্টেনকে যথাযথ সম্মনা দেওয়ার।
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ক্ষোভ তুঙ্গে ওদেশের ক্রিকেটমহলে। বাবরদের নিয়ে সমালোচনার ঝড় কখনই থামে না। এবার তা আরও প্রবল রূপ নিয়েছে। বিশেষ করে টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও একই ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া নতুন ক্রিকেটারদের যাচাই না করার জন্য পাক নির্বাচকদেরও প্রবল সমালোচনা চলছে। যার ফলে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াতেও হয়েছে মহম্মদ ইউসুফকে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে পাক দলনায়ক শান মাসুদকে সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে রীতিমতো প্রশ্নবাণের মুখে পড়তে হয়।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভরাডুবির পরেও পাকিস্তানের ক্যাপ্টেন্সি খোয়াতে হয়নি মাসুদকে। সেই সিরিজের পরে প্রথমবার সাংবাদিক সম্মেলনে আসেন মাসুদ। জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শান মাসুদ জানান যে, নির্বাচকরা যতদিন তাঁর উপর আস্থা রাখবেন, তিনি দায়িত্ব সামলাবেন।
সেই কথার রেশ ধরেই মাসুদকে জিজ্ঞাসা করা হয় যে, ‘নির্বাচকরা না হয় আস্থা রাখলেন। তবে কখনও কি নিজের বিবেকে লাগে না? মনে হয় না যে, ব্যর্থ হচ্ছি যখন ছেড়ে দিই?’
সংশ্লিষ্ট সাংবাদিকের এই প্রশ্ন স্বাভাবিকভাবেই বিব্রত করে শান মাসুদকে। তাঁকে রীতিমতো অস্বস্তিতে দেখায়। সাংবাদিক সম্মেলনের শেষে পিসিবির ডিরেক্টর অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সামি উল হাসান উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘একটা আন্তরিক অনুরোধ, পাকিস্তানের ক্যাপ্টেন বসে রয়েছেন। আপনারা প্রশ্ন করতেই পারেন। তবে দয়া করে যোগ্য সম্মান দিন। পাকিস্তানের ক্যাপ্টেনকে এভাবে প্রশ্ন করা ঠিক নয়।’
উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে মাঠে নামবে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ অক্টোবর থেকে। তৃতীয় তথা শেষ টেস্ট খেলা হবে ২৪ অক্টোবর থেকে। সিরিজের প্রথম ২টি টেস্ট অনুষ্ঠিত হবে মুলতানে। তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ আয়োজিত হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে একজোড়া টেস্ট ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে।