বাংলা নিউজ > ক্রিকেট > ‘পাকিস্তানের ক্যাপ্টেন বসে রয়েছেন, একটু তো সম্মান দিন!’ সাংবাদিক সম্মেলনে বিব্রত শান মাসুদ- ভিডিয়ো

‘পাকিস্তানের ক্যাপ্টেন বসে রয়েছেন, একটু তো সম্মান দিন!’ সাংবাদিক সম্মেলনে বিব্রত শান মাসুদ- ভিডিয়ো

সাংবাদিক সম্মেলনে বিব্রত শান মাসুদ। ছবি- এএফপি।

PAK vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে বিব্রত হতে হয় পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদকে।

পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ওদেশে অসন্তোষ কোন মাত্রা ছুঁয়েছে, সেটা বোঝা গেল ফের। এবার তো সাংবাদিক সম্মেলনে রীতিমতো বিব্রত হতে হল পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদকে। এমনকি পাক ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজারকে অনুরোধ করতে হল ক্যাপ্টেনকে যথাযথ সম্মনা দেওয়ার।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ক্ষোভ তুঙ্গে ওদেশের ক্রিকেটমহলে। বাবরদের নিয়ে সমালোচনার ঝড় কখনই থামে না। এবার তা আরও প্রবল রূপ নিয়েছে। বিশেষ করে টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও একই ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া নতুন ক্রিকেটারদের যাচাই না করার জন্য পাক নির্বাচকদেরও প্রবল সমালোচনা চলছে। যার ফলে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াতেও হয়েছে মহম্মদ ইউসুফকে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে পাক দলনায়ক শান মাসুদকে সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে রীতিমতো প্রশ্নবাণের মুখে পড়তে হয়।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভরাডুবির পরেও পাকিস্তানের ক্যাপ্টেন্সি খোয়াতে হয়নি মাসুদকে। সেই সিরিজের পরে প্রথমবার সাংবাদিক সম্মেলনে আসেন মাসুদ। জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শান মাসুদ জানান যে, নির্বাচকরা যতদিন তাঁর উপর আস্থা রাখবেন, তিনি দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন:- IND vs SA T20 WC Live Streaming: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এবার দক্ষিণ আফ্রিকার মুখে ভারত, নিখরচায় কীভাবে দেখবেন খেলা?

সেই কথার রেশ ধরেই মাসুদকে জিজ্ঞাসা করা হয় যে, ‘নির্বাচকরা না হয় আস্থা রাখলেন। তবে কখনও কি নিজের বিবেকে লাগে না? মনে হয় না যে, ব্যর্থ হচ্ছি যখন ছেড়ে দিই?’

আরও পড়ুন:- T20 World Cup 2024: এবার বাংলাদেশের কাছে ল্যাজেগোবরে পাকিস্তান, বিশ্বকাপের আগে জোড়া প্রস্তুতি ম্যাচে জয় শ্রীলঙ্কার

সংশ্লিষ্ট সাংবাদিকের এই প্রশ্ন স্বাভাবিকভাবেই বিব্রত করে শান মাসুদকে। তাঁকে রীতিমতো অস্বস্তিতে দেখায়। সাংবাদিক সম্মেলনের শেষে পিসিবির ডিরেক্টর অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সামি উল হাসান উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘একটা আন্তরিক অনুরোধ, পাকিস্তানের ক্যাপ্টেন বসে রয়েছেন। আপনারা প্রশ্ন করতেই পারেন। তবে দয়া করে যোগ্য সম্মান দিন। পাকিস্তানের ক্যাপ্টেনকে এভাবে প্রশ্ন করা ঠিক নয়।’

আরও পড়ুন:- R Ashwin Creates History: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরল ‘হ্যাটট্রিক’ অশ্বিনের, এই নজির বিশ্বের আর কারও নেই

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে মাঠে নামবে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ অক্টোবর থেকে। তৃতীয় তথা শেষ টেস্ট খেলা হবে ২৪ অক্টোবর থেকে। সিরিজের প্রথম ২টি টেস্ট অনুষ্ঠিত হবে মুলতানে। তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ আয়োজিত হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে একজোড়া টেস্ট ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে।

ক্রিকেট খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.