পাকিস্তান বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেললেও সেখানে তাঁদের পারফরমেন্স তেমন ভালো নয়। নিউজিল্যান্ডের অধিকাংশ প্রথম একাদশের ক্রিকেটারই এই সিরিজে খেলছেন না, কারণ তাঁরা ব্যস্ত আইপিএলে খেলতে। ফলে দ্বিতীয় সারীর কিউয়িদের বিপক্ষেও প্রথম দুই ম্যাচেই হেরেছে পাক শিবির। পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য টপ অর্ডারের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে বিশ্রাম দিয়েছিল পিসিবি। এই নিয়েই এবার বড় মন্তব্য করলেন দলের তারকা ক্রিকেটার হ্যারিস রউফ।
বাবর-রিজওয়ানদের বিশ্রাম, ব্যর্থ তরুণরা
মহম্মদ হ্যারিস এবং হাসান নাওয়াজের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনারের। আর ফার্স্ট ডাউনে আসছেন ইরফান খান। যদিও তাঁরা এখনও কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। যদিও তাঁদের একটা দুটো ম্যাচে সুযোগ দিয়ে বসিয়ে দিলে হবে না। তাঁদের থেকে সেরাটা বার করে আনতে গেলে, টানা তাঁঁদের ম্যাচ খেলাতে হবে বলছেন রউফ।
নবাগতদের কমপক্ষে ১০-১৫টা ম্যাচ খেলাতে হবে
হ্যারিস রউফ বলছেন, ‘আমরা সমালোচনা করে থাকি। এটা পাকিস্তানে খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু বুঝতে হবে যে এরা সবাই তরুণ ক্রিকেটার। বিশ্বের যে কোনও জায়গায় যেন কোনও দলই তাঁদের তরুণ ক্রিকেটারদের স্বাধীনতা দেয়। যদি তরুণ ক্রিকেটারদের তাঁরা সুযোগ দেয়, তাহলে তাঁরা টানা ১০-১৫টা ম্যাচে তাঁদের খেলায়। এভাবেই ক্রিকেটাররা তৈরি হয় ’।
তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে-
হ্যারিস বলছেন, ‘প্রথম প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এলে সবাই শুরুর দিকে একটু বিপাকে পড়ে। অনেকেই আছে যারা শুধু পাকিস্তান ক্রিকেট দলের হারের অপেক্ষা করে। তাঁরা তাঁদের মতামত দিতে পারে, কিন্তু তাঁদেরও বুঝতে হবে আমরাও একটা দল তৈরি করছি। সিনিয়ররা যেমন দলে রয়েছে, তেমন তরুণ যুব ক্রিকেটারদেরও আনার চেষ্টা করছি। আন্তর্জাতিক ক্রিকেটে যাতে তাঁরা সফল হয় আমরা তাদের মোটিভেট করছি, যাতে তাঁরা দ্রুত শিখতে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে ’।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম দুই ম্যাচে হারের পর রউফ বলছেন, ‘ সব ক্রিকেটাররাই নিজেদের সেরাটা দিয়েছে। যে মাঠে আমরা খেলছি এখানে বড় রান ওঠে। আমরা খারাপ বোলিং করিনি, তবে কিছুক্ষেত্রে আমরা দুর্ভাগ্যের শিকার। ছোট মাঠ সঙ্গে জোরে বাতাস বইছিল বলে অনেকক্ষেত্রে এজ লেগেও বল ছয় হয়ে গেছে। আমরা চেষ্টা করলেও সেরকম ফলাফল পাইনি। নিউজিল্যান্ড ভালোই ব্যাটিং করেছে ’।
Europa League-এর পর EPL-এও বড় জয় ইউনাইটেডের! চেলসিকে হারিয়ে কামব্যাক করল আর্সেনালও
পাকিস্তান ক্রিকেটে অবনতি
পাকিস্তানের ক্রিকেটে যে একটা পতন হয়েছে তা মেনে নিয়েছেন রউফ। তিনি বলছেন, ‘এটা অস্বীকার করার জায়গায় নেই যে আমাদের ক্রিকেটে অবনতি হয়েছে। তবে আমরা আবার ভালো দল তৈরি করারই চেষ্টা করছি। প্রথম সারীর ক্রিকেটে যে ধরণের পারফরমেন্স করা উচিত, সেটাই চাইছি। একটা দিন আসবে, যখন তোমরা পাকিস্তান দলের থেকে ভালো পারফরমেন্স দেখতে পাবে ’।