বাংলা নিউজ > ক্রিকেট > Pakistan players catching session: মাঠে পড়লে লেগে যাবে তো! গদি বিছিয়ে ফিল্ডিং ‘নাজুক’ পাকিস্তানের খেলোয়াড়দের

Pakistan players catching session: মাঠে পড়লে লেগে যাবে তো! গদি বিছিয়ে ফিল্ডিং ‘নাজুক’ পাকিস্তানের খেলোয়াড়দের

ইমামের সেই ফিল্ডিং প্র্যাকটিস। (ছবি সৌজন্যে, এক্স @DSBcricket)

ডাইভ দিয়ে ক্যাচ ধরছেন। আর সেইসময় ঝাঁপ দিয়ে যাতে মাঠে পড়তে না হয়, সেজন্য মাঠে পাঁচ-পাঁচটা গদি পেতে রাখা হয়েছিল। প্লেয়াররা সেই গদিতে পড়ছিলেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা হেসে খুন হয়ে গিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তুমুল রোষের মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। যে গ্রুপ থেকে সহজে সুপার এইটে কথার ছিল, সেই গ্রুপ থেকেই ছুটি হয়ে যায় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের। আর তারইমধ্যে পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের ফিল্ডিং প্র্যাকটিসের ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়োয় ইমাম-উল-হকের (তিনি অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না) পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটারকে ক্যাচ ধরার অনুশীলন করতে দেখা গিয়েছে। আর সেটা দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। কারণ ডাইভ দিয়ে ক্যাচ ধরার অনুশীলনের জন্য মাঠে গদি পেতে রাখা ছিল। ইমামদের ক্যাচ দেওয়া হচ্ছিল। তাঁরা ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করছিলেন। যেখানে তাঁদের ঝাঁপাতে হবে, তার পাশে মোট পাঁচটি গদি রাখা ছিল। ফলে ডাইভ দিয়ে পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে পড়ছিলেন না। গদিতে পড়ছিলেন।

কে ভিডিয়ো পোস্ট করেছেন?

ওই ভিডিয়োটি শাহজাব আলি নামে এক ব্যক্তি পোস্ট করেছেন। নিজেকে কনটেন্ট ক্রিয়েটর বলে দাবি করেছেন তিনি। সেইসঙ্গে তিনি করাচি গাজির ম্যানেজার (অপারেশন) হিসেবে কর্মরত আছেন বলেও জানিয়েছেন তিনি। আর ভিডিয়োর সঙ্গে তিনি লিখেছেন, 'করাচিতে প্রি-সিজন ফিটনেস ক্যাম্পে কোচ মাসরুরুের সঙ্গে বিশেষ ফিল্ডিং ড্রিল করছেন ইমাম-উল-হক এবং অন্যান্যরা।'

আরও পড়ুন: SKY on Rohit's leadership: কীভাবে T20-তে খেলতে হবে, রোহিতই শিখিয়েছে, নিজেও করে দেখিয়েছে, কুর্নিশ SKY-রও

পাকিস্তানের খেলোয়াড়ের কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা

যে দৃশ্য দেখে নেটিজেনরা হাসি থামাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন খোঁচা দিয়ে বলেন, 'কী লাভ হবে ফিল্ডিং প্র্যাকটিস করে? সেই তো দু'জন ফিল্ডারের মধ্যে বল পড়বে।' অপর একজন বলেন, 'নিজেরাই নিজেদের উপহাসের পাত্র করে তুলছেন ওঁরা। কেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিয়ে হাসাহাসি করা হয়, সেটা বোঝাই যাচ্ছে।'

তারইমধ্যে ভারতীয় নেটিজেনরা খোঁচা দিতে ছাড়েননি। একজন সূর্যকুমার যাদবের ছবি পোস্ট করে লেখেন, 'আপনারা এটা করে নিন। আমরা বিশ্বকাপ ক্যাচ করে নেব।' এক নেটিজেন আবার প্রশ্ন করেন, ‘ওইসব গদি কেনার জন্য কত টাকার লোন নিয়েছে পাকিস্তান?’ এক নেটিজেন তো আবার বলেন, ‘নাজুক খেলোয়াড় তো। মাঠে পড়লে লেগে যাবে। তাই গদি ব্যবহার করছেন।’

আরও পড়ুন: Pakistani Shadab's hattrick in LPL: T20 বিশ্বকাপে ১টাও উইকেট পাননি, লঙ্কা লিগে এসে হ্যাটট্রিক পাকিস্তানের তারকার!

একজন বলেন, ‘তাহলে যখন ম্যাচে ফিল্ডিং করবেন, তখন কী হবে?’ একইসুরে এক নেটিজেন বলেন, ‘আসলে যখন ম্যাচ খেলা হয়, তখন ক্যাচ উঠলে মাঠেও গদি খুঁজতে থাকেন পাকিস্তানের ফিল্ডাররা। মাঠে গদি না পেয়ে ডাইভ দিতে পারেন না তাঁরা। আর তারপর বলবেন যে আমাদের তো গদির উপর ঝাঁপিয়ে ক্যাচ ধরতে বলা হয়েছিল।’

আরও পড়ুন: Rohit before SKY catch: ছক্কা হবে? আতঙ্কে হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে রোহিত, SKY ক্যাচ ধরতেই পালটাল ইমোশন- ভাইরাল ভিডিয়ো

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক! লাদাখে যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বার্তা রাজনাথের 'মোদীর সঙ্গে কথা হয়েছে..' ASEAN সামিটে কানাডার প্রধানমন্ত্রী, বরফ গলেছে? তৃতীয় T20তে তরুণদের সুযোগ দেবে ভারত! তবে টার্গেট ৩-০! জানালেন গম্ভীরের ডেপুটি… ‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.