টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তুমুল রোষের মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। যে গ্রুপ থেকে সহজে সুপার এইটে কথার ছিল, সেই গ্রুপ থেকেই ছুটি হয়ে যায় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের। আর তারইমধ্যে পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের ফিল্ডিং প্র্যাকটিসের ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়োয় ইমাম-উল-হকের (তিনি অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না) পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটারকে ক্যাচ ধরার অনুশীলন করতে দেখা গিয়েছে। আর সেটা দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। কারণ ডাইভ দিয়ে ক্যাচ ধরার অনুশীলনের জন্য মাঠে গদি পেতে রাখা ছিল। ইমামদের ক্যাচ দেওয়া হচ্ছিল। তাঁরা ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করছিলেন। যেখানে তাঁদের ঝাঁপাতে হবে, তার পাশে মোট পাঁচটি গদি রাখা ছিল। ফলে ডাইভ দিয়ে পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে পড়ছিলেন না। গদিতে পড়ছিলেন।
কে ভিডিয়ো পোস্ট করেছেন?
ওই ভিডিয়োটি শাহজাব আলি নামে এক ব্যক্তি পোস্ট করেছেন। নিজেকে কনটেন্ট ক্রিয়েটর বলে দাবি করেছেন তিনি। সেইসঙ্গে তিনি করাচি গাজির ম্যানেজার (অপারেশন) হিসেবে কর্মরত আছেন বলেও জানিয়েছেন তিনি। আর ভিডিয়োর সঙ্গে তিনি লিখেছেন, 'করাচিতে প্রি-সিজন ফিটনেস ক্যাম্পে কোচ মাসরুরুের সঙ্গে বিশেষ ফিল্ডিং ড্রিল করছেন ইমাম-উল-হক এবং অন্যান্যরা।'
পাকিস্তানের খেলোয়াড়ের কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা
যে দৃশ্য দেখে নেটিজেনরা হাসি থামাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন খোঁচা দিয়ে বলেন, 'কী লাভ হবে ফিল্ডিং প্র্যাকটিস করে? সেই তো দু'জন ফিল্ডারের মধ্যে বল পড়বে।' অপর একজন বলেন, 'নিজেরাই নিজেদের উপহাসের পাত্র করে তুলছেন ওঁরা। কেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিয়ে হাসাহাসি করা হয়, সেটা বোঝাই যাচ্ছে।'
তারইমধ্যে ভারতীয় নেটিজেনরা খোঁচা দিতে ছাড়েননি। একজন সূর্যকুমার যাদবের ছবি পোস্ট করে লেখেন, 'আপনারা এটা করে নিন। আমরা বিশ্বকাপ ক্যাচ করে নেব।' এক নেটিজেন আবার প্রশ্ন করেন, ‘ওইসব গদি কেনার জন্য কত টাকার লোন নিয়েছে পাকিস্তান?’ এক নেটিজেন তো আবার বলেন, ‘নাজুক খেলোয়াড় তো। মাঠে পড়লে লেগে যাবে। তাই গদি ব্যবহার করছেন।’
একজন বলেন, ‘তাহলে যখন ম্যাচে ফিল্ডিং করবেন, তখন কী হবে?’ একইসুরে এক নেটিজেন বলেন, ‘আসলে যখন ম্যাচ খেলা হয়, তখন ক্যাচ উঠলে মাঠেও গদি খুঁজতে থাকেন পাকিস্তানের ফিল্ডাররা। মাঠে গদি না পেয়ে ডাইভ দিতে পারেন না তাঁরা। আর তারপর বলবেন যে আমাদের তো গদির উপর ঝাঁপিয়ে ক্যাচ ধরতে বলা হয়েছিল।’