প্রথম ওডিআই ম্যাচে হাররে পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের বোলাররা ফের একবার ছন্দ দেখালেন । পাকিস্তানের বোলিং দেখে স্বস্তি পেলেন নির্বাচকরা। হরিস রাউফ, নাসিম শাহদের দাপটে নিজেদের ঘরের মাঠেই অজিরা জবু থবু হয়ে গেলেন। ওডিআই ফরম্যাট হলেও, অজি ব্যাটারদের পেস বোলিং খেলার ক্ষেত্রে এমন জড়তা দেখে খানিকটা হলেও আনন্দ পেতে বাধ্য ভারতীয় দল। তবে ভারতের বর্ডার গাভাসকর সিরিজের পেস অ্যাটাককেও যে ছন্দ দেখাতে হবে অজিদের ডেরায়, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-‘যখন হওয়ার তখনই হবে, এখন বলা যাবে না’! টেস্ট খেলা নিয়ে মন্তব্য সূর্যর…
জাম্পার পরামর্শে DRS নিলেন রিজওয়ান-
অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৩ রানেই শেষ হল অজিদের ইনিংস। মাত্র ৩৫ ওভারেই অলআউট হল প্যাট কামিন্সের দল। একাই পাঁচ উইকেট নিলেন বুড়ো ঘোড়া হরিস রাউফ।নাসিম শাহের বোলিংয়ে অ্যাডাম জাম্পার পরামর্শ নিয়ে DRS নিলেন অধিনায়ক রিজওয়ান।
আরও পড়ুন-ক্রিকেট মাঠে অসভ্যতা! বরদাস্ত করল না উইন্ডিজ বোর্ড! নির্বাসিত আলজারি জোসেফ…
হিরোগিরি দেখাতে গিয়ে ট্রোলিংয়ের মুখে পাক অধিনায়ক-
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। সেই সিদ্ধান্তকে সঠিন প্রমাণ করে দিয়েছিলেন দলের বোলাররা। কারঁ একাই পাচ উইকেন নেন হরিস রাউফ, তিন উইকেট নেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। নাসিম শাহ এবং মহম্মদ হাসনান একটি করে উইকেট পেয়েছিলেন। অধিনায়ক হিসেবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক হলেও, ডিআরএস নেওয়ার ক্ষেত্রে হিরোগিরি দেখা গিয়ে বেজায় লজ্জায় পড়লেন পাক অধিনায়ক।
আরও পড়ুন-অবশেষে যুগের পতন! প্রায় ৫০ দেশের বিরুদ্ধে খেলা মহম্মদ নবির অবসর ঘোষণা! কবে শেষ ওডিআই?
মহম্মদ রিজওয়ানের রিভিউ নেওয়ার ভিডিয়ো-
অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলে নাসিম শাহের করা বল ব্যাটে ছোঁয়ে নি অ্যাডাম জাম্পার। সেই বলের আগেই ডেলিভারিতেই চার মেরেছিলেন জাম্পা। এরপর এগিয়ে এসে অস্ট্রেলিয়ান জাম্পার কাছে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান জানতে চান, তিনি রিভিউ নেবেন কিনা। এর পাল্টা উত্তরে জাম্পা বলেন, ‘ইউ শুড টেক ইট’ ( অর্থাৎ তোমার নিশ্চয় নেওয়া উচিত)। এরপরই রিভিউয়ের সিদ্ধান্ত নেন রিজওয়ান।
আরও পড়ুন-‘সিরিজ হেরেছে বলেই ওরা বাজে দল হয়ে যায়নি’! ভারতের কামব্যাক নিয়ে আশাবাদী টম লাথাম…
নটআউট থেকে যান অ্যাডাম জাম্পা-
পাক অধিনায়ক অনেকটা মজার ছলে কাজটা করলেও অনেকের কাছেই বিষয়টা ওভারস্মার্টগিরি দেখাচ্ছিল। কারণ পরে যখন রিভিউতে দেখা গেল টিভি স্ক্রিনে, বল আর ব্যাটের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অ্যাডাম জাম্পা নটআউট থেকে গেলেন। অযথা রিভিউ নষ্ট এবং সময় নষ্ট করে ট্রোলিংয়ের মুখে পড়লেন পাকিস্তানে নবনির্বাচিত সিমিত ওভারের ফরম্যাটের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রসঙ্গত প্রথম ওডিআইতে দু উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল অস্ট্রেলিয়া দল।