প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। বরং আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সরাসরি ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে তারা। শনিবারের মধ্যে সব দলকে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিতেই হবে। অর্থাৎ, প্রাথমিক স্কোয়াডে কোনও রদবদল করা হবে কিনা, সেটা জানানোর জন্য ২৫ মে পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। তবে পাকিস্তান শুক্রবার তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দেয়।
প্রত্যাশা মতোই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন অভিজ্ঞ পেসার হাসান আলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াড থেকে হাসানকে ছেড়ে দেয় পাকিস্তান। ইঙ্গিতটা বোঝা যায় তখনই। হাসানকে চোট পাওয়া হ্যারিস রউফের ব্যাকআপ হিসেবে স্কোয়াডের সঙ্গে রেখেছিল পাকিস্তান। হ্যারিসের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা কাটতেই হাসানকে কাউন্টি খেলার জন্য ছেড়ে দেয় পাক টিম ম্যানেজমেন্ট।
বাবর আজমই যে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন, সেটা জানা ছিল আগেই। সেই মতোই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের ক্যাপ্টেন নির্বাচিত করা হয় বাবরকে। স্কোয়াডে দু'জন উইকেটকিপার রয়েছেন। মহম্মদ রিজওয়ানের সঙ্গে কিপার-ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন আগ্রাসী আজম খান।
পাকিস্তানের পেস বিভাগকে রীতিমতো শক্তিশালী দেখাচ্ছে। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে স্কোয়াডে রয়েছেন হ্যারিস রউফ। সদ্য অবসর কাটিয়ে জাতীয় দলে ফেরা মহম্মদ আমির সঙ্গত কারণেই জায়গা পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ দলে। সেই সঙ্গে রয়েছেন ডানহাতি পেসার আব্বাস আফ্রিদি।
উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলা হবে। তা সত্ত্বেও পাকিস্তান কোনও ট্র্যাভেলিং রিজার্ভ ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। এমনকি আলাদা করে কাউকে ভাইস ক্যাপ্টেন হিসেবেও চিহ্নিত করেনি। যেমনটা আশা করা হয়েছিল, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য যে সব ক্রিকেটারদের উপর আস্থা রাখে পাকিস্তান, তাঁদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
হাসান আলির মতো বাদ পড়েন আঘা সলমন ও ইরফান খান। ইমদ ওয়াসিম ও শাদব খানের সঙ্গে পাকিস্তানের স্পিন বিভাগে রয়েছেন আবরার আহমেদ। পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ চালাতে পারেন ইফতিখার।
টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ জনের স্কোয়াড:-
বাবর আজম (ক্যাপ্টেন), সইম আয়ুব, ফখর জামান, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আজম খান (উইকেটকিপার), উসমান খান, ইফতিখার আহমেদ, ইমদ ওয়াসিম, শাদব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি, হ্যারিস রউফ ও মহম্মদ আমির।