টেস্ট স্কোয়াড থেকে কেন ছাঁটাই শাহিন! পাক কোচ বললেন, ‘স্ট্যামিনার অভাব…’
Updated: 25 Jan 2025, 06:08 PM ISTপাকিস্তান ক্রিকেটের টেস্ট দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসার শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন গত বছরে। সেই ম্যাচে ইংল্যান্ড দল এক ইনিংসে ৮২৩ রান তুলেছিল। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে এই রান যে বিশাল, সেকথা বাহুল্য। এমনিতে শাহিন ছিলেন তিন ফরম্যাটেরই ক্রিকেটার।
পরবর্তী ফটো গ্যালারি