সোমবার থেকে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ শুরু পাকিস্তানের। এই মূহূর্তে পাক ক্রিকেটে চলছে ডামাডোল। চার মাসের বেতন আঁটকে রয়েছে ক্রিকেটারদের। খেলোয়াড়রাও ছন্দে নেই। বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনকভাবে সিরিজ হেরেছে তাঁরা। সম্প্রতি অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজমও। যদিও এসবের মধ্যেও দলগত পারফরমেন্সেই জোর দিতে চাইছেন পাকিস্তানের টেস্ট দলের সহ অধিনায়ক সৌদ শাকিল।
আরও পড়ুন-শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জোকারও…
দীর্ঘ কয়েক মাস ধরেই পাক ক্রিকেটে গুঞ্জন চলছিল অধিনায়কত্ব নিয়ে শাহিন আফ্রিদির সঙ্গে তিক্ততা তৈরি হয়েছে বাবর আজমের। সেই কারণে নাকি শিতল সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে। এছাড়াও খেলোয়াড়দের মধ্যে কোনওরকম ঐক্যতা নেই। শৃঙ্খলাবোধেরও অভাব রয়েছে বলে দাবি করেছে একাংশ। এই আবহেই ইংল্যান্ডর সিরিজ শুরুর আগে, মাঠের বাইররে বিষয় নিয়ে না ভেবে, খেলাতেই ফোকাস করতে চাইছে পাক শিবির।
আরও পড়ুন-ধোনির জন্য পুরনো নিয়ম ফিরিয়েছে বোর্ড! IPL-এ আদৌ খেলবেন তো মাহি? জানা যাবে চলতি মাসেই…
গত মঙ্গলবারই সিমিত ওভারের ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। পারফরমেন্সের ধারে কাছে নেই তিনি। দল বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপে ফ্লপ করেছে। এই আবহে পাক সহ অধিনায়ক সৌদ শাকিল বলছেন, ‘আমরা ঘরের মাঠে সিরিজ খেলছি, তাই লাল বলের ক্রিকেটেই এখন ফোকাস করছি। আমাদের কাছে সুযোগ রয়েছে সাম্প্রতিক ব্যর্থ ঝেড়ে ফেলার। ’।
বাবর আজমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে শাকিল বলছেন, ‘আমাদের দলে বাবর আজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তাই ওর ছন্দে ফেরাটা খুব জরুরি। আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি। তবে বেশি আলোচনা আমরা করছি, দলে জয়ে ফেরা নিয়ে। এটাই সেরা সময় নিজেদের সেরাটা দেওয়ার। আমাদের ব্যাটাররা ছন্দে নেই, বড় রান পাচ্ছে না। তবে ইংল্যান্ডের বিপক্ষে আমরা পরিস্থিতি বুঝেই খেলার চেষ্টা করব ’।
ইংল্যান্ডকেও হুঙ্কার দিয়ে রাখছেন পাকিস্তানের সহ অধিনায়ক। তাঁর কথায়, ‘ইংল্যান্ড দল যেভাবে টেস্টে খেলে, তাতে অনেক সুযোগ চলে আসে প্রতিপক্ষের কাছেও। আমাদের সেগুলো কাজে লাগাতে হবে। আর এবারে ইংল্যান্ড দলে আগের মতো অভিজ্ঞ বোলার নেই, ফলে সেটাও কাজে লাগাতে হবে আমাদের। আমরা চেষ্টা করব, অতিরিক্ত চাপ না নিয়ে ম্যাচ খেলতে। আর সুযোগ কাজে লাগাতে’।