বাংলা নিউজ > ক্রিকেট > Mumbai Indians- পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও!

Mumbai Indians- পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও!

রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। ছবি- এএফপি (AFP)

জাহুর বলছেন, ‘আমি মুম্বই ইন্ডিয়ান্সে তিন মাস কাজ করেছি। রোহিত শর্মা, হার্দিক, বুমরাহর সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি। এমনকি বুমরাহ আমায় জানতে চেয়েছিল আমি স্লোয়ার বলের সময় ঠিক কীভাবে গ্রিপ করি বল? এটা আমার কাছে বিশাল ব্যাপার ছিল, কারণ ও বিশ্বের এক নম্বর বোলার হয়েও আমার কাছে গ্রিপের বিষয় জানতে চেয়েছে’ ।

রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহর নজর একসঙ্গে কেড়ে নেওয়া মোটেই সহজ কথা নয়। কিন্তু আইপিএলে নেট বোলার হিসেবে বোলিং করতে এসে নাকি এমন কাজই করেছিলেন পাকিস্তানের বংশদ্ভূত ক্রিকেটার জাহুর খান। আইপিএলের দ্বারা বহু প্রতিভাবান ক্রিকেটারই বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠা পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সে খেলে যেমন উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক বর্মারা। তেমনই বর্তমানে আরব আমিরশাহীর হয়ে খেলা জাহুর খানও বেশ নজর কেড়েছেন ছোট ছোট ফ্র্যাঞ্চাইজি লিগে। 

 

পাকিস্তানে তেমন সুযোগ না পাওয়ায় তিনি আরবে চলে যান নিজের ক্রিকটোর হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে। ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়াসের নেট বোলার হিসেবে যোগ দেন তিনি। বেশ কয়েকজন তারকার সঙ্গেই সেই থেকে সময় কাটিয়েছেন জাহুর। নজর কেড়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের। ২০২০ সালে করোনার সময় আরও নজরে পড়ে তিনি। জাহুর জানাচ্ছেন, তাঁর স্লোয়ার বোলিংয়ে বুমরাহ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এক সময় তাঁর থেকে জানতেই চেয়েছিলেন কীভাবে তিনি এত সুন্দর স্লোয়ার বল করেন।

আরও পড়ুন-কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের! ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার…

জাহুর বলছেন, 'আমি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তিন মাস কাজ করেছি। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বুমরাহর সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি। এমনকি বুমরাহ আমায় জানতে চেয়েছিল আমি স্লোয়ার বলের সময় ঠিক কীভাবে গ্রিপ করি বল? এটা আমার কাছে বিশাল ব্যাপার ছিল, কারণ ও বিশ্বের এক নম্বর বোলার হয়েও আমার কাছে গ্রিপের বিষয় জানতে চেয়েছে। টি১০ প্রতিযোগিতায় আমার মেডেন ওভারের ভিডিয়ো ও দেখেছিল। আমিও তারপরে ওকে প্রশ্ন করেছিলাম কিভাবে নতুন বলেও এতভালো ইয়র্কার করে ও। কারণ বিশ্ব ক্রিকেটে বুমরাহ আর লাসিথ মালিঙ্গা ছাড়া এমন ইয়র্কার আর কেউ পারেনা’।

আরও পড়ুন-বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজি জুটির…

জাহুর বলছেন স্রেফ বুমরাহ একাই নন, মুম্বই অধিনায়ক স্বয়ং তাঁর প্রশংসা করেছিলেন, সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাম্পে। তাঁর কথায়, ‘আমি ক্যাম্পে আসার পরই রোহিত শর্মা বলেছিল গোটা স্টেডিয়াম তোমার, কোনও কিছুর দরকার পড়লে আমায় বলবে। আমি রোহিত শর্মাকে একবার এমন স্লোয়ার বল করেছিলাম, যে ও দেখতেই থেকেছিল, কারণ বল কোনওমতে ওর কাছে গেছিল। এরপর ও নিজেই আমায় প্রশ্ন করেছিল যে এত স্লো বল করি কিভাবে? তারপর বলেছিল, যদি কোনও ব্যাটার আমার স্লোয়ার বলে শটও খেলে, তাও সেটা ছয় হবে না কখনও’।

আরও পড়ুন-ভাঙা হাতেই ডায়মন্ড লিগে নেমেছিলেন! রানার্স আপ হয়ে নিজেই জানালেন নীরজ! দায়বদ্ধতা দেখে মুগ্ধ সকলে…

সম্প্রতি কানাডায় টি২০ গ্লোবাল লিগেও ভালো বোলিং করতে দেখা গেছে জাহুরকে। তবে তিনি এখনও আশায় রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই কাজ করার জন্য। কিন্তু সেটা যদি না হয়, কাটানো সময়গুলোকেই সম্বল হিসেবে রাখতে চান তিনি। ক্যাপ্টেনকে প্রশংসায় ভাসিয়ে জাহুর বলছেন, ‘রোহিতের বিষয় কোনও কথাই যথেষ্ট নয়। ওর মতো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। যে আমাদের ব্যাগ বয়ে আনত, তার সঙ্গেও রোহিত খাবার খেত। ও একজন কিংবদন্তী। আর বুমরাহ তো সুপারস্টার। দেখো এক বছর চোটের জন্য বাইরে ছিল, তারপর ফিরে দেশকে কত কিছু এনে দিল। ’

ক্রিকেট খবর

Latest News

বিয়ের পর মুসলিম হওয়া ভিভিয়ান ডিসেনা থেকে শেহজাদা-শিল্পা, বিগ বস ১৮-তে এলেন কারা IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ জেতার আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমন! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে কিছুটা বেশি বৃষ্টি ৪ জেলায়, চতুর্থী থেকেই ‘খেলা’ ঘুরছে, তারপরে ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.