পাকিস্তান এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক যেমনই থাক, তাতে ভালোবাসার সম্পর্কে যে ব্যাঘাত ঘটে না তার প্রমাণ ভুরিভুরি। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, কাটাতারের বাধা অতিক্রম করে অনেকেই সাত পাঁকে বাধা পড়েছেন অতীতে। এবার আরও একবার তেমনই ঘটতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাকিস্তানের ক্রিকেটার রাজা হাসান। পাত্রী ভারতীয় হিন্দু তরুণী পূজা বোমান। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে চার হাত এক হতে চলেছে এই জুটির। ইতিমধ্যেই নিউইয়র্কে বাগদান পর্বও সম্পন্ন হয়েছে। বিয়ের আগে নিজের ধর্ম পরিবর্তন পরিবর্তন করবেন পূজা। তবে তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করছেন না জোর করে করানো হচ্ছে, সেবিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে এই খবর নিজেই জানিয়েছেন রাজা হাসান।
কে এই তরুণী পূজা বোমান? পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি ভারতীয় বংশোদ্ভূত। এখন তিনি মার্কিন যুক্ত রাষ্ট্রে থাকেন। সেখানেই তাঁর সঙ্গে এই পাক ক্রিকেটারের আলাপ হয়, এরপর সম্পর্ক গড়ে ওঠে। এবার সেই সম্পর্কই পূর্ণতা পেতে চলেছে। রাজা হাসান পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার যিনি ভারতীয়কে বিয়ে করতে চলেছেন। এর আগে শোয়েব মালিক, হাসান আলি, মহসিন খান এবং জাহির আব্বাসও ভারতীয় মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, রাজা হাসান পাকিস্তানের হয়ে খুব বেশি ক্রিকেট খেলেননি। তিনি দেশের হয়ে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ খেলেন। টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেকে হয় ২০১২ সালে। পাকিস্তানের হয়ে ১০টি টি-২০ ম্যাচ খেলছেন তিনি। ২৯টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন রাজা। ২০১৫ সালে রাজা হাসানকে ২ বছরের জন্য ব্যান করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ পদার্থ সেবন করতেন। ১৯৯২ সালে জন্ম রাজা হাসানের। সাধারণত স্পিনার হিসেবেই খ্যাতি ছিল তাঁর। অনূর্ধ্ব-১৯ স্তরে রাজা হাসানের ফর্ম চোখে পড়ার মতো ছিল। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন নির্বাচকদের। সুযোগ পেয়েছিলেন জাতীয় দলেও। তারপর নানা বিতর্কে জড়িয়ে ক্রিকেট মাঠ থেকে দূরে চলে যেতে হয় তাঁকে। এবার জীবনে নতুন আরএক ইনিংসের সূচনা করতে চলেছেন রাজা হাসান। এবার ক্রিজে তাঁর পার্টনার ভারতীয় তরুণী পূজা বোমান। এই জুটিকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা।