২০১৭ সালে শেষ বার আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ বছর পরে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে। তাও আবার পাকিস্তানের মাটিতে। ইতিমধ্যেই টুর্নামেন্টের খসড়া সূচি তৈরি করে ফেলা হয়েছে, তা জানিয়েও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারত কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে? সেই নিয়ে এখনও মুখ খোলেনি বিসিসিআই।
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতের ক্রিকেট টিম। এবং এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিম শুধুমাত্র আইসিসি বা এসিসি-র কোনও ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়। পাকিস্তান গত বছর এশিয়া কাপের আয়োজন করেছিল, কিন্তু ভারত সে দেশে গিয়ে কোনও ম্যাচ খেলেনি। তারা শ্রীলঙ্কার তাদের সব ম্যাচ খেলার অনুমতি পেয়েছিল। ‘হাইব্রিড মডেল’-এ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। এবং ভারত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল।
সেই সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হয়েছিল যে, তাদের সরকার এশিয়া কাপের জন্য পাকিস্তান সফরের অনুমতি দেয়নি। গত শুক্রবার পাকিস্তানের হোম সূচি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি পরের বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫০ ওভারের ত্রিদেশীয় সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: বিশ্বজয় করে এসেছে ছেলে, স্নেহের চুম্বনে ভরালেন রোহিতের মা- ভিডিয়ো
এছাড়া লাহোরের গদ্দাফি স্টেডিয়ামটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য সংস্কার করছে। ২০২৫-এ ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিসিবি একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে টুর্নামেন্টের তারিখ এবং অবস্থানগুলি গভর্নিং বডি দ্বারা ‘নির্ধারিত সময়ে’ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি খসড়া সূচি প্রকাশ করেছে পিসিবি। টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। তবে নিরাপত্তার কারণে কেবল একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করা হয়েছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ দেওয়া হয়েছে ভারতের।
আরও পড়ুন: সারা দিনের ধকলেও ক্লান্তি নেই, ওয়াংখেড়েতে ‘চক দে ইন্ডিয়া’র গানে নাচলেন রোহিত, কোহলিরা- ভিডিয়ো
তবে ভারতীয় দল কি আদৌ পাকিস্তান সফর করবে? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এই বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও, বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সম্প্রতি বলেছেন যে, সরকার থেকে অনুমতি পেলেই তারা অংশগ্রহণ করবে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। ভারত-পাক মহারণ হবে ১ মার্চ, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচগুলোও খেলা হবে লাহোরেই।