অনেকের কাছেই বিষয়টি নিছক মজা মনে হতে পারে। তবে লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরে হরভজন সিং, সুরেশ রায়নাদের ইনস্টাগ্রাম রিল মোটেও খুশি করেনি মানশী যোশীকে। ভারতের প্যারা ব্যাডমিন্টন তারকা তীব্র নিন্দা করেন ভাজ্জিদের এমন আচরণের। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটাররা বহু মানুষের ভাবাবেগে আঘাত করেছেন, যাঁদের শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই চালাতে হয়।
যুবরাজ সিংয়ের নেতৃত্বে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর খেতাব জেতে। গত শনিবার এজবাস্টনের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে হারিয়ে দেয় ভারতীয় দল। টুর্নামেন্টে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের হয়ে মাঠে নামেন হরভজন সিং, সুরেশ রায়না, গুরকিরৎ সিং মনরা।
চ্যাম্পিয়ন হওয়ার পরে হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন, যা মজাদার মনে হয় নেটিজেনদের কাছে। ইনস্টাগ্রাম রিলে 'তওবা-তওবা' গানের তালে যুবরাজ, হরভজন, রায়না ও গুরকিরৎকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ভাজ্জি সেই ভিডিয়োটি ট্যাগ করেন বলিউড অভিনেতা ভিকি কৌশলকেও, যাঁর সিনেমায় গানটি আসলে ব্যবহার করা হয়েছে।
ভাজ্জিদের খুঁড়িয়ে হাঁটার অভিনয় আসলে শারীরিক প্রতিবন্ধীদের বিদ্রুপ করা বলে মনে হয়েছে ভারতের প্যারা ব্যাডমিন্টন তারকা মানসী যোশীর। তিনি এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আপনাদের মতো তারকাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। দয়া করে প্রতিবন্ধী মানুষদের চলাফেরার ধরন নিয়ে উপহাস করবেন না। এটা কখনই মজার হতে পারে না।’
মানসী আরও বলেন, ‘আপনারা জানেন না এই আচরণ সমাজের কতটা ক্ষতি করতে পারে। এই রিল নিয়ে যেভাবে মানুষজনের প্রশংসা কুড়োচ্ছেন, তা আসলে ভয়ানক বিষয়। আপনাদের রিল মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে, প্রতিবন্ধীদের চলাফেরার ধরন নিয়ে মজা করা উচিত। এতে প্রতিবন্ধী শিশুদের আরও বেশি বিদ্রুপের মুখে পড়তে হতে পারে। প্রতিবন্ধীদের জীবন স্বচ্ছন্দ করার কাজে আপনাদের মতো অ্যাথলিটরা যদি কখনও নিয়োজিত থাকতেন, তাহলে এমন কাজ কখনই করতে পারতেন না। আমি ভেবে পাচ্ছি না, ক্রীড়াবিদদের পিআর এজেন্সি কীভাবে এই রিলটিকে পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করার অনুমোদন দিয়েছে।’
মানসী শেষে যোগ করেন, ‘পোলিও আক্রন্ত মানুষদের চলাফেরার ধরণকে উপহাস করার মধ্যে বীরত্বের কিছু নেই। আমি ক্রীড়াবিদদের কাজে অত্যন্ত হতাশ এবং সেই সব ব্যক্তিদের নিয়েও হতাশ, যাঁরা কমেন্টে ঢালাও প্রশংসা করে চলেছেন ক্রিকেটারদের আচরণের।’