সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিক, এমনটা বলা যাবে না। তবে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলেন প্রায়শই। ৪০ বছরের পরশ ডোগরা তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন। কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়লেন পরশ।
হিমাচলপ্রদেশের ক্রিকেটার হলেও পরশ পরবর্তী সময়ে পুদুচেরির হয়েও ঘরোয়া ক্রিকেট খেলেছেন। এবার তিনি মাঠে নামছেন জম্মু-কাশ্মীরের হয়ে। চলতি রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরকে নেতৃত্ব দিচ্ছেন ডোগরা। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কেরলের বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে জম্মু-কাশ্মীর। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অধিনায়কোচিত শতরান করেন পরশ ডোগরা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পরশ ডোগরা। তিনি শতরানের গণ্ডি টপকান ২০৬ বলে। সাহায্য নেন ৯টি চার ও ১টি ছক্কার। শেষ পর্যন্ত ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩২ বলে ১৩২ রান করে আউট হন জম্মু-কাশ্মীরের ক্যাপ্টেন।
উল্লেখযোগ্য বিষয় হল রঞ্জি ট্রফিতে এটি পরশের ৩১ নম্বর শতরান। রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার নিরিখে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন পরশ। তিনি ছুঁয়ে ফেলেন অজয় শর্মার রেকর্ড। অজয় শর্মাও রঞ্জি ট্রফিতে মোট ৩১টি শতরান করেছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি ৪০টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে ওয়াসিম জাফরের দখলে।
রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি শতরানকারী ৫ ব্যাটার
১. ওয়াসিম জাফর- ৪০টি।
২. অজয় শর্মা- ৩১টি।
৩. পরশ ডোগরা- ৩১টি।
৪. হৃষিকেশ কানিতকর- ২৮টি।
৫. অমল মজুমদার- ২৮টি।
আরও পড়ুন:- ১৩ রান করলেই ১১ হাজার রোহিতের, ODI-তে কাদের রয়েছে এই নজির?
১০ হাজারের দোরগোড়ায় পরশ ডোগরা
পরশ ডোগরা কেরলের বিরুদ্ধে সেঞ্চুরি করার সুবাদে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রানের দোরগোড়ায় পৌঁছে যান। কেরলের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন তিনি। সব মিলিয়ে ১৪৩টি ফার্স্ট ক্লাস ম্যাচের ২৩০টি ইনিংসে ব্যাট করে ৯৯৬৬ রান সংগ্রহ করেছেন পরশ। অর্থাৎ, আর মাত্র ৩৪ রান করলেই তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। ফার্স্ট ক্লাস কেরিয়ারে পরশ মোট ৩২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরি করেছেন।
জম্মু-কাশ্মীর যদি কেরলের বাধা টপকে রঞ্জির সেমিফাইনালে উঠতে পারে, তবে পরশ ডোগরা সেই ম্যাচেই দুর্দান্ত মাইসলস্টোন টপকে যেতে পারেন।