রঞ্জি ট্রফিতে আম্পায়ারিং নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। ক্রিকেটাররা বারবার দাবি করেছেন ঘনিষ্টমহলে আম্পায়ারিং একদমই উচ্চমানের হচ্ছে না। কিন্তু প্রকাশ্যে সেভাবে কেউই কিছু বলতে পারছেন না, কারণ বিসিসিআইয়ের রোষের মুখে পড়ার ভয় রয়েছে তাঁদের। এরই মধ্যে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন এক ক্রিকেটার।
আসলে জম্মু অ্যান্ড কাশ্মীর দলের অধিনায়ক পরস দোগরা দীর্ধদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলে আসছেন। ফলে ভারতীয় ক্রিকেটের মান সম্পর্কে তিনি যথেষ্টই ওয়াকিবহল। তবে সাম্প্রতিক সময় যেভাবে বারবার আম্পায়াররা কাঠগড়ায় উঠেছে, এবং আম্পায়ারদের ভুলে খেসারত দিয়েছে ক্রিকেটাররা, তাতে মুখ খুললেন পরস দোগরা।
ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৪০টি ম্যাচ খেলা হয়ে গেছে পরস দোগরার। এটাই তাঁর কেরিয়ারের শেষ রঞ্জি মরশুম। ফলে এখন আর মুখ খুললেও তাঁর বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ নিতে পারবে না কেউ। সেই সুযোগেই আম্পায়ারিং নিয়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিলেবন রোহিতদের বিরুদ্ধে খেলতে নামা এই ক্রিকেটার।
আসলে জম্মু কাশ্মীর দল মুম্বইয়ের বিরুদ্ধে ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়। রোহিত শর্মার মুম্বই দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের ব্যাটে বল লেগে উইকেটের পিছনে ক্যাচ হয়। বেশ জোরে আওয়াজ হলেও আম্পায়ার তা শুনতেই পাননি। পরে দেখা যায় রিপ্লেতে যে শ্রেয়সের ব্যাটের সঙ্গে বলে সংযোগ হয়েছিল স্পষ্টতই। সেই নিয়েই এবার আম্পায়ারদের খোঁচা দিলেন পরস দোগরা।
এই ম্যাচেই আজিঙ্কা রাহানের আউট নিয়েও বিতর্ক ছিল। রাহানে ক্যাচ আউট হয়ে বাউন্ডারি পেরিয়ে চলে গেলেও রাহানেকে ফিরিয়ে আনেন আম্পায়ার রবি। তিনি দাবি করেছিলেন উমর নাজিরের বলটি নো বল হয়েছিল। এইসব দেখেই পরস দোগরা বলছেন, ‘কিছু বলার নেই, এটা অনেকদিন ধরেই চলে আসছে। কিছুই করার নেই। আম্পায়াররাও মানুষ, তাঁরাও ভুল করতে পারে। কিন্তু তাঁরা যদি আরও বেশি মনযোগ করতে তাহলে খেলা আরও উপভোগ্য হত ’।
পরস দোগরা আরও দাবি করেন, ‘খেলায় ভুল সিদ্ধান্ত একটা অঙ্গ, সেই জন্যই ডিআরএস আনা হয়েছে ক্রিকেটে। এই প্রতিযোগিতাতেও যদি ডিআরএস থাকত তাহলে আরও ভালো হত, কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ একসঙ্গে ১০-১৫টা ম্যাচ হচ্ছে’। ম্যাচে একটা সময় জম্মু অ্যান্ড কাশ্মীর জাঁকিয়ে বসলেও শার্দুল ঠাকুর সেই ম্যাচই বের করে নিয়ে গেছেন। শার্দুলের শতরান দেখে জে কের অধিনায়ক বলছেন, ‘বল শেষদিকে মুভ করা বন্ধ করে দিল, তাতে ব্যাটাররা সুবিধা পেল। শার্দুল খুবই ভালো ব্যাটিং করেছে। উইকেট এখন ভালো হচ্ছে। ওদের লিড এখন ১৮৮, আশা করছি আমরা রান চেজ করতে পারব ’।