আইপিএল ২০২৪ শেষ হওয়ার পরেই দিনই ঢাকে কাঠি পড়ে গেল টি-২০ বিশ্বকাপের। সোমবার শুরু হয়ে গেল টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রথম অনুশীলন ম্যাচেই ভিনদেশের হয়ে নজর কাড়লেন এক ভারতীয় ক্রিকেটার।
বিশ্বকাপের প্রথম প্রস্ততি ম্যাচে মাঠে নামে কানাডা ও নেপাল। এশিয়ার উঠতি ক্রিকেট শক্তিকে দাপটের সঙ্গে হারিয়ে দেয় কানাডা। উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বকাপে কানাডা রয়েছে এ-গ্রুপে। এই গ্রুপেই লড়াই চালাবে ভারত-পাকিস্তান। সুতরাং, কানাডাকে যে কোনওভাবেই খাটো করে দেখা যাবে না, সেটা বোঝা গেল এই ম্যাচেই।
ডালাসে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কানাডা। নেপালের বিরুদ্ধে এই ম্যাচে কানাডার হয়ে মাঠে নামেন পরাগত সিং, যিনি একদা যুবরাজ সিংয়ের নেতৃত্বে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমেছেন।
প্রথমে ব্যাট করে কানাডা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন নিকোলাস কার্টন। তিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন। আট নম্বরে ব্যাট করতে নেমে রবিন্দরপাল সিং ১৭ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া অ্যারন জোনস ১০, নবনীত ধালিওয়াল ৩২ ও ডিলন হেইলিগার অপরাজিত ১৩ রান করেন। পরাগত ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৩ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি রায়ান পাঠান।
নেপালের হয়ে ২৭ রানে ২টি উইকেট নেন অবিনাশ বোহারা। ১টি করে উইকেট দখল করেন করণ কেসি, সোমপাল কামি, গুলসান ঝা, ললিত রাজবংশী ও সাগর ধাকাল। উইকেট পাননি রোহিত পাউডেল।
জবাবে ব্যাট করতে নেমে নেপাল ১৯.৩ ওভারে ১২০ রানে অল-আউট হয়ে যায়। ৬৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে কানাডা। কুশল মাল্লা নেপালের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। ৩০ বলের ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া অনিল শাহ ২৪, আসিফ শেখ ২২ ও কুশল ভুর্তেল ১০ রান করেন। ক্যাপ্টেন রোহিত ১ রানে আউট হন।
কানাডার হয়ে ২০ রানে ৪টি উইকেট নেন ডিলন হেইলিগার। ২৫ রানে ২টি উইকেট নেন সাদ বিন জাফর। ব্যাট হাতে নজর কাড়তে না পারলেও পরাগত অনবদ্য বোলিং করেন। তিনি ৩ ওভারে মোটে ১১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। দলের হয়ে সব থেকে কৃপণ বোলিং করেন তিনিই।