ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হরমীত সিংরা এবার টি-২০ বিশ্বকাপে মাঠে নামবেন ভারতের বিরুদ্ধে। হরমীত ছাড়াও ভারতে ক্রিকেট খেলে বড় হওয়া একাধিক ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের লড়াইয়ে নামতে দেখা যাবে আমেরিকার হয়ে। তবে শুধু আমেরিকা দলেই নয়, বরং কানাডার হয়ে এবার টি-২০ বিশ্বকাপে মাঠে নামতে দেখা যাবে এমন একজন ক্রিকেটারকে, যিনি চুটিয়ে খেলেছেন রঞ্জি ট্রফি, বিজায় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি টি-২০।
যুবরাজ সিংয়েরে নতৃত্বে পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পরাগত সিং জায়গা পেয়েছেন কানাডার টি-২০ বিশ্বকাপ দলে। পরাগত একদা ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, অভিষেক শর্মাদের সঙ্গে। উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ বিশ্বকাপে ভারত ও কানাডা একই গ্রুপে রয়েছে। সুতরাং, আরও এক ভারতীয় ক্রিকেটরকে এবার টি-২০ বিশ্বকাপে মাঠে নামতে দেখা যাবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।
২০১৫ সালে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় পরাগত সিংয়ের। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে পঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন যুবরাজ সিং। পঞ্জাবের হয়ে অভিষেক ফার্স্ট ক্লাস ম্যাচে পরাগতর সতীর্থ ছিলেন মনন ভোরা, মনদীপ সিংরা। প্রতিপক্ষ দলে ছিলেন নমন ওঝা, জলজ সাক্সেনা, ঈশ্বর পান্ডেরা। নিজের অভিষেক রঞ্জি ম্যাচের ১টি ইনিংসে ব্যাট করার সুযোগ পান পরাগত। তবে শূন্য রানে আউট হয়ে বসেন। যদিও দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নেন তিনি।
২০১৭ সালে শেষবার পঞ্জাবের হয়ে রঞ্জি ম্যাচে মাঠে নামেন পরাগত। সেই ম্যাচেও পঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন যুবরাজ সিং এবং পরাগতর সতীর্থ ছিলেন অভিষেক শর্মা, সন্দীপ শর্মা, মনপ্রীত গনি, রাহুল শর্মারা। প্রতিপক্ষ দল বিদর্ভের হয়ে সেই ম্যাচে মাঠে নামেন ফৈজ ফজল, ওয়াসিম জাফর, জিতেশ শর্মা, ললিত যাদবরা। পরাগত নিজের শেষ রঞ্জি ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৩৯ রান করেন এবং উইকেট নেন ১টি।
২০১৫ সালেই পরাগতর পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক হয় যুবরাজ সিংয়ের নেতৃত্বেই। মুম্বইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে পরাগতর প্রতিপক্ষ দলের হয়ে মাঠে নামেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, আদিত্য তারে, অভিষেক নায়ার, শশাঙ্ক সিং, শার্দুল ঠাকুররা। পঞ্জাবের হয়ে মুস্তাক আলি টি-২০ ট্রফিতেও মাঠে নেমেছেন পরাগত। ২০১৬ সালে রাজস্থানের বিরুদ্ধে তাঁর অভিষেক টি-২০ ম্যাচেও ক্যাপ্টেন ছিলেন যুবরাজ।