এক সময় ভারতের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার মনে করা হতো পৃথ্বী শ-কে।কিন্তু যতদিন গিয়েছে তত যেন অন্ধকারে হারিয়ে গেছেন। কখনও নিজের পারফরম্যান্সের জন্য বা কখনও নিজের জীবনশৈলীর জন্য, বারবার সমালোচলিত হয়েছেন তিনি। হয়তো ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছেন গত সপ্তাহে। সৌদির জেড্ডায় আয়োজিত IPL ২০২৫-এর মেগা অকশনে অবিক্রিত থেকেছেন তিনি। এবার তাঁকে নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। তিনি মনে করছেন, পৃথ্বীর একটা ধাক্কার প্রয়োজন ছিল। ২০১৮ সাল থেকে দিল্লি ক্যাপিটাসলের হয়ে IPL খেলছিলেন পৃথ্বী শ। ২০২৪-এ তাঁকে রিটেন না করার সিদ্ধান্ত নেয় এই ফ্র্যাঞ্চাইজিটি।
পৃথ্বীকে নিয়ে কী বলছেন পার্থ জিন্দাল:
পৃথ্বী সম্পর্কে বলতে গিয়ে পার্থ জানান, তিনি একজন খুবই ভালো ক্রিকেটার। তাঁকে শুধু নিজের ফোকাস ঠিক করতে হবে। পার্থ বলেন, ‘পৃথ্বী বড় ভালো ছেলে। তাকে নানাভাবে ভুল বোঝানো হয়েছে। আমি মনে করি আমাদের সকলের বেড়ে ওঠার জন্য একটি ঝাঁকুনি দরকার, যাতে আমরা ঘুম থেকে উঠতে পারি।’ পার্থ মনে করেন বেশি প্রত্যাশাই কাল হয়ে উঠেছে পৃথ্বীর জন্য। তিনি বলেন, ‘সারাজীবন সে এই শুনে বড় হয়েছে যে তুমি বিশেষ একজন, তুমিই সবচেয়ে প্রতিভাবান, তুমি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি ছাড়া বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যার MRF ব্যাট আছে। সে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছিল।’
পার্থ জিন্দাল মনে করেন, কম সময়ের মধ্যে বেশি অর্থ এবং সাফল্য পেয়ে যাওয়া তাঁর জন্য সমস্যার সৃষ্টি করেছে। এই কঠিন সময় তাঁকে আবার খেলাটাকে ভালোবাসতে সাহায্য করবে যা তাঁকে তারকা বানিয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় এই একটা ধাক্কা পৃথ্বীর দরকার ছিল। এখনও অবধি সে একটি মোটা IPL চুক্তির মধ্যে ছিল, ও মুম্বই এবং ডিসির হয়ে IPL খেলেছিল। আমি মনে করি তাকে কঠোর পরিশ্রম করতে হবে। ক্রিকেট খেলায় তাকে ফিরে আসতে হবে। তাকে নেটে ফিরতে হবে, ফিটনেস পেতে হবে। তাকে ফিরে যেতে হবে এবং বুঝতে হবে। সে কোথায় ভুল করেছে এবং শৃঙ্খলাপরায়ণ হতে হবে।’
ব্যাট হাতে লাগাতার ব্যর্থ পৃথ্বী শ:
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বারবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। গত শনিবার গোয়ার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ৩৩ রানে আউট হয়ে গিয়েছিলেন পৃথ্বী। এরপর IPL ২০২৫-এর মেগা অকশনে প্রত্যাখ্যাত হওয়ার কয়েক দিন পরে পৃথ্বী শ আবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন। আবারও ব্যর্থ হয় তাঁর ব্যাট। ৩ বলে শূন্য রান করে তরুণ বোলার মুকেশ চৌধুরীর বলে আউট হয়ে গিয়েছিলেন পৃথ্বী। গতকাল কেরলের বিরুদ্ধে ম্যাচেও রান করতে ব্যর্থ হন তিনি। মাত্র ১৩ বলে ২৩ রানে আউট হয়ে যান পৃথ্বী। ব্যর্থতার কারণে বারবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছে তাঁকে।