হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জির গ্রুপ লিগের শেষ ম্যাচে বিদর্ভের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় পার্থ রেখাড়ের। ২৫ বছরের বাঁ-হাতি স্পিনারের ব্যাটের হাতও মন্দ নয়। নিজের অভিষেক ম্যাচের দুই ইনিংসে ব্যাট হাতে যথাক্রমে ২৩ ও ৩১ রান সংগ্রহ করেন পার্থ। সেই সঙ্গে বল হাতে প্রথম ইনিংসে ৫১ রানে ২টি উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে দখল করেন ৩৩ রানে ২ উইকেট।
নিজের প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচে সাকুল্যে ৫৪ রান ও ৪টি উইকেট মোটেও খারাপ পারফর্ম্যান্স নয়। যদিও তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি পার্থ। তবে মুম্বইয়ের বিরুদ্ধে হাই-ভেল্টেজ সেমিফাইনালে পার্থকে পুনরায় মাঠে নামায় বিদর্ভ। সুতরাং, এই ম্যাচটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বইয়ের বিরুদ্ধে বল হাতে এমন চমক দেখান রেখাড়ে, বিশ্বাস হওয়া মুশকিল যে, সব মাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতেখড়ি হয়েছে তাঁর।
নাগপুরে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ৩০৮ রান তুলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে বিদর্ভ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৮৩ রানে। তারা সাকুল্যে ব্যাট করে ১০৭.৫ ওভার। ধ্রুব শোরে ৭৪, দানিশ মালেওয়ার ৭৯, যশ রাঠোর ৫৪, করুণ নায়ার ৪৫ ও অক্ষয় ওয়াদকর ৩৪ রান করেন। পার্থ রেখাড়ে ২৩ রান করে আউট হন।
মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে শিবম দুবে একাই ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন রয়স্টোন ডায়াস ও শামস মুলানি। ১টি উইকেট সংগ্রহ করেন শার্দুল ঠাকুর।
প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার আশঙ্কায় মুম্বই
পালটা ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে নেই মুম্বই। তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলে। মুম্বই সাকুল্যে ৫৯ ওভার ব্যাট করেছে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে বিদর্ভের থেকে এখনও ১৯৫ রানে পিছিয়ে মুম্বই। তাদের হাতে রয়েছে মোটে ৩টি উইকেট। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে মুম্বইয়ের।
আকাশ আনন্দ ৬৭ রানের লড়াকু ইনিংস খেলেন। ৩৫ রান করেন সিদ্ধেশ ল্যাড। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন শার্দুল ঠাকুর।
পার্থর এক ওভারে আউট রাহানে-সূর্যকুমার-শিবম দুবে
ব্যাট হাতে ব্যর্থ মুম্বইয়ের তিন সুপারস্টার অজিঙ্কা রাহানে, সূর্যকুমার যাদব ও শিবম দুবে। রাহানে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৮ রান করে আউট হন। ২টি করে বল খেলে খাতাই খুলতে পারেননি সূর্যকুমার যাদব ও শিবম দুবে। মুম্বইয়ের এই তিন সুপারস্টারকে একই ওভারে সাজঘরে ফেরান পার্থ রেখাড়ে। ৪০.১ ওভারে পার্থর বলে বোল্ড হন রাহানে। ৪০.৩ ওভারে রেখাড়ের বলে দানিশের হাতে ধরা দেন সূর্যকুমার। ৪০.৫ ওভারে রেখাড়ের বলে অথর্বর হাতে ধরা পড়েন দুবে।
অর্থাৎ, পার্থ এক ওভারেই কাত করে দেন মুম্বইকে। প্রথম ইনিংসে পার্থ এখনও পর্যন্ত ১৬ ওভার বল করে ৬টি মেডেন-সহ মাত্র ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন যশ ঠাকুর।