বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি। বারবার অফ স্টাম্পের বল খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। এরপরেই টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরো অস্ট্রেলিয়া সিরিজে মাত্র ১টি সেঞ্চুরি করেছিলেন তিনি। ৫টি টেস্টের ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান করেছিলেন বিরাট, গড় ২১.১১। গোটা সিরিজে তাঁকে বারবার একই কায়দায় আউট করেছেন স্কট বোল্যান্ড, মোট ৪ বার তাঁকে পরাস্ত করেছেন এই অজি পেসার। যা দেখে হতাশা ব্যক্ত করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিরাটের একদা RCB-র সতীর্থ পার্থিব প্যাটেল।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটেল বলেন, ‘এটা দেখে খুবই হতাশ হয়েছি যে একই ভাবে সে সিরিজে ৮ বার আউট হয়েছে। স্কট বোল্যান্ড তাকে সিরিজে ৪ বার আউট করেছে। বিরাট যেই ধরণের ক্রিকেটার, তা বিচার করে এটা খুবই অবাক করার বিষয় ছিল। সেরা খেলোয়াড়রা সবসময় পথ খুঁজে বের করে। তারা কখনই দীর্ঘদিন ধরে একই এক ভাবে আউট হতে থাকে না। কিন্তু দুর্ভাগ্য যে কোহলি দীর্ঘদিন ধরে এক ভাবে আউট হয়ে আসছে।’
চতুর্থ এবং পঞ্চম স্টাম্পের বল খেলার ক্ষেত্রে বিরাটের দুর্বলতা নতুন কিছু নয়। তবে লাগাতার ব্যর্থতার প্রভাব বিরাটের ব্যাটিং গড়ের উপর দেখা যাচ্ছে। পার্থিব সেই বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ‘সে বিগত ৫ বছর ধরে ২৫-৩০ গড়ে ব্যাট করে আসছে। এটা অনেকটা সময়, সে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার আউট হয়েছে। এটা খুবই অবাক করার মতো বিষয় এবং একই সঙ্গে হতাশাজনকও।’
বিরাটের উইকেট নেওয়া প্রসঙ্গে বোল্যান্ড জানিয়েছিলেন, তিনি কোহলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করার অভ্যাসকে কাজে লাগিয়েই সফল হয়েছিলেন। পার্থিব, কোহলির মানসিকতার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার কোনও পরিকল্পনাই ছিল না, এটা বিরাটের ভুল। বোলাররা জানে এটা তাদের শুধু ধৈর্যের পরীক্ষা। প্রশ্ন একটাই, তারা কতক্ষন টানা অফ স্টাম্পের বাইরে বল করে যেতে পারবে? কারণ, তারা জানে ভুল করবে বিরাটই। সবাই দুর্বলতাটা জানে। এমনকী সে নিজেও। কিন্তু সে মানসিকভাবে শৃঙ্খলতা দেখাতে পারছে না। যেই কারণে এটা আরও হতাশাজনক।’ এখন দেখার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট নিজের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন কিনা।