মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় ভারত। এবার গ্রুপ লিগে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে নেপালকে হেলায় হারানোর সুযোগ ছিল ভারতের সামনে। তবে শেষ কথা বলে বৃষ্টি। ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। যদিও ভারতের সুপার ফোর রাউন্ডে ওঠা আটকায়নি তাতে। কেননা তিন দলের গ্রুপে পাকিস্তান আগেই জোড়া ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তাই এ-গ্রুপ থেকে সুপার ফোর রাউন্ডে ওঠে ভারত ও নেপাল।
মঙ্গলবার কুয়ালা লামপুরে নেপালের বিরুদ্ধে টস জেতেন ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদ। তিনি টস জিতে নেপালকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। নেপাল নির্ধারিত ২০ ওভারে ১০০ রানের গণ্ডি টকপাতেও ব্যর্থ হয়। তারা ৯ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে।
দলের হয়ে সব থেকে বেশি ২৫ রান করেন পূজা মাহাতো। ৪০ বলের ধীর ইনিংসে তিনি ৩টি চার মারেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন উইকেটকিপার আলিশা কুমারী যাদব। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
সানা প্রবীণ ৩৩ বলে ৯ রানের টেস্টসুলভ ইনিংস খেলেন। ৪ বলে ৩ রান করেন সাবিত্রী ধামি। ১৭ বলে ৮ রান করেন সোনি পাখরিন। ৮ বলে ৬ রান করেন জ্যোৎস্নিকা মারাসিনি। খাতা খুলতে পারেননি সীমানা কেসি। অনু কাদায়াত ও কুসুম গোদার উভয়েই ব্যক্তিগত ১ রানে আউট হন। ৪ বলে ৩ রান করেন রচনা কুমারী চৌধরী।
দাপুটে বোলিং পারুনিকার
ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৪টি উইকেট নেন পারুনিকা সিসোদিয়া। ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নেন আনন্দিতা কিশোর। ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন মিথিলা।
পালটা ব্যাট করতে নেমে ভারত ৩.১ ওভারে বিনা উইকেটে ২৮ রান তুলে ফেলে। তবে তার পরেই বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ। ভারতের ইনিংসে অন্তত ৫ ওভার খেলা হলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হতে পারত। তবে শেষমেশ ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে।
ভারতের হয়ে ওপেন করতে নেমে জি তৃষা ১৩ বলে ১৭ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার মারেন। অপর ওপেনার জি কমলিনি ৬ বলে ৮ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি ছক্কা মারেন।