চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই আর বেশিদিন। তাঁর আগেই অজি শিবিরে ধাক্কা। গোড়ালির চোটের কারণে প্যাট কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ। বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে অস্ট্রেলিয়া। সেখানে ২ ম্যাচের সিরিজ খেলছে তারা। প্রথম টেস্টে ইতিমধ্যেই জয় পেয়েছে অজিরা। এই সফরে দলে ছিলেন না কামিন্স। তবে জানা যাচ্ছিল সেটা নিতান্তই পারিবারিক কারণে। তাঁর স্ত্রী দ্বিতীয় সন্তানের মা হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স।
বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁকে গোড়ালির চোটের কারণে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতি হয়েছিল অজি অধিনায়কের। অস্ট্রেলিয়ার ওডিআই খেলোয়াড়রা, যারা টেস্ট সফরে নেই, তাদের বৃহস্পতিবার শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু ম্যাকডোনাল্ড বুধবার সকালে জানিয়েছেন যে কামিন্সের সেখানে থাকার সম্ভাবনা কম। SEN-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট কামিন্স এখনও কোনও বোলিং শুরু করতে পারেনি। তাই সে প্রবলভাবে অনিশ্চিত। সেই কারণে আমাদের অন্য অধিনায়ক বেছে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্যাটের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের সঙ্গে কথা হয়েছে। এই দু’জনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। স্টিভ স্মিথ এখানে টেস্টে অসাধারণ পারফরম্যান্স করেছে। একদিনের ক্রিকেটেও সে বিগত দিনে ভালো পারফর্ম করেছে। তাই লড়াইটা এই দু’জনের মধ্যে।’
অন্যদিকে এখনও ফিট হয়ে উঠতে পারেনি জোশ হেজেলউড। বর্ডার গাভাসকর ট্রফিতে কাফ মাসেলে চোট পেয়েছিলেন তিনি। তার উপর এবার কামিন্সের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা অজি শিবিরের জন্য। ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাটিকে (কামিন্স) না পাওয়াটা আমাদের জন্য বড় ধাক্কা। আমরা হেজেলউডকেও পাচ্ছি না। ও এই মুহূর্তে ফিট হয়ে ওঠার জন্য লড়াই চালাচ্ছে। কয়েক দিনের মধ্যে বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট পাব, যা থেকে আমরা আরও স্পষ্ট ধারণা পাব।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ওডিআই ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই দলে খেলানোর জন্য তানভীর সংঘকে বাছা হয়েছে। তবে সব মিলিয়ে আইসিসি ইভেন্টের আগে বেশ চাপে অজিরা। কামিন্স বাদ পড়লে তাঁর জায়গায় দলে আসতে পারেন সেন অ্যাবট। অন্যদিকে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে স্পেনসার জনসনের। কারণ তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন।