Shane Warne's 55th birthday: শেন ওয়ার্ন, এটি কেবল একটি নাম নয়, এটি বাইশ গজের একটি পুরো যুগ। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারকে ইতিহাসে অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেটের মাঠে স্পিনের এই জাদুকর তার নির্ভুল ও ঢেউ খেলানো বল দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানাতেন। শেন ওয়ার্ন ১৩ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আজ এই ‘লেগ স্পিনের রাজা’র জন্মবার্ষিকী।
এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত ছিলেন। তাকে নিয়ে মাঠের বাইরে যতটা আলোচনা হয়েছে, মাঠের বাইরেও ততটাই আলোচনা হয়েছে। বিশেষ করে, তিনি অনেক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যা নিয়ে নাা সময়ে বিতর্ক দেখা গিয়ছে। কিন্তু তারপরও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ভালো বন্ধু ছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ফের লাল বল হাতে বোলিং করলেন হার্দিক পান্ডিয়া! টেস্ট দলে ফিরতেই কি এমন অনুশীলন?
দলের অধিনায়কত্ব করার ক্ষমতা থাকা শেন ওয়ার্নকে বিতর্ক এবং তার বিষয়ের কারণে অনেক সময় অসুবিধায় মধ্যে দিয়ে যেতে হয়েছিল। মহিলাদের প্রতি তার আবেগ নিয়ন্ত্রণে শেন ওয়ার্নের অক্ষমতা বেশ কয়েকবার সামনে এসেছিল। ২০০৫ সালে, শেন ওয়ার্ন যখন অ্যাসেজ সিরিজ খেলতে ইংল্যান্ডে যান, তখন এমন খবর পাওয়া যায় যে শেন ওয়ার্ন কেরি কলিমোর নামে একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
বাইশ গজের সেই নায়ককে এবার কুর্নিশ জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেন ওয়ার্নের জন্মবার্ষিকীতে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একটি কবিতা পড়েছেন এবং তার মাধ্যমেই শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়েছে তারা।
আরও পড়ুন… ISL 2024-25 Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রি-তে দেখবেন মোহনবাগান বনাম মুম্বইয়ের ম্যাচ
শেন ওয়ার্নের ৫৫ তম জন্মদিনে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স একটি কবিতা পাঠ করেছেন। ২০২২ সালে অ্যাডাম বার্নেটের লেখা ‘লাইটনিং ইন আ বোতল: অ্যান ওড টু শেন ওয়ার্ন’ শিরোনামের একটি কবিতা পাঠ করে ওয়ার্নকে স্মরণ করেছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যা শেন ওয়ার্নের প্রভাব তুলে ধরেছে। কামিন্সের আবৃত্তি ওয়ার্নের দক্ষতা এবং প্রভাবকে তুলে ধরেছে।
আরও পড়ুন… রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিত শর্মাকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা
শেন ওয়ার্ন ১৩ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে ভিক্টোরিয়াতে জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশন দিয়েছে, ‘শুভ জন্মদিন, ওয়ার্ন। শেন কিথ ওয়ার্নের জীবন ও জাদুর প্রতি একটি কাব্যিক শ্রদ্ধা, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স পড়েছেন।’