বাংলা নিউজ > ক্রিকেট > ENG vs SL: ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, ওভাল টেস্টে জয়ের দোরগোড়ায় শ্রীলঙ্কা

ENG vs SL: ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, ওভাল টেস্টে জয়ের দোরগোড়ায় শ্রীলঙ্কা

ওভাল টেস্টে জয়ের দোরগোড়ায় শ্রীলঙ্কা। ছবি- রয়টার্স।

England vs Sri Lanka: প্রথম ইনিংসের নিরিখে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে শ্রীলঙ্কা শিবির।

প্রথম ইনিংসের নিরিখে ৬২ রানে পিছিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করল শ্রীলঙ্কা। আসলে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস সস্তায় গুটিয়ে দিয়েই ম্যাচে ফেরে দ্বীপরাষ্ট্র। যদিও শেষ ইনিংসে শ্রীলঙ্কার সামনে যে জয়ের লক্ষ্যমাত্রা রয়েছে, তা টপকে যাওয়া নিতান্ত সহজ হবে না ধনঞ্জয়া ডি'সিলভাদের পক্ষে।

ওভালে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩২৫ রান। ওলি পোপ ১৫৪ ও বেন ডাকেট ৮৬ রান করেন। ৩টি উইকেট নেন শ্রীলঙ্কার মিলান রত্নায়কে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৩ রানে। পাথুম নিশঙ্কা ৬৪, ধনঞ্জয়া ডি'সিলভা ৬৯ ও কামিন্দু মেন্ডিস ৬৪ রান করেন। ৩টি করে উইকেট নেন ইংল্যান্ডের জোশ হাল ও ওলি স্টোন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল-আউট হয় মাত্র ১৫৬ রানে। জেমি স্মিথ দলের হয়ে সব থেকে বেশি ৬৭ রান করেন। ৫০ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৩৫ বলে ৩৫ রান করেন ড্যান লরেন্স। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা?

বেন ডাকেট ৭, ওলি পোপ ৭, জো রুট ১২, হ্যারি ব্রুক ৩, গাস অ্যাটকিনসন ১, ওলি স্টোন ১০, জোশ হাল ৭ ও শোয়েব বশির ৪ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি ক্রিস ওকস।

শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন লাহিরু কুমারা। ৪০ রান খরচ করে ৩টি উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো। ৪৯ রানে ২টি উইকেট নেন অসিথা ফার্নান্ডো। ৪৩ রানে ১টি উইকেট নেন মিলান রত্নায়কে।

আরও পড়ুন:- India Test Squad Announced: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, কামব্যাক পন্তের

সুতরাং, প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৯ রানের। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটের বিনিময়ে ৯৪ রান। সুতরাং, ম্যাচের শেষ ২ দিনে জয়ের জন্য তাদের দরকার মোটে ১২৫ রান। হাতে রয়েছে ৯টি উইকেট।

আরও পড়ুন:- India Beat China In Hockey: চিনকে উড়িয়ে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের

শ্রীলঙ্কার হয়ে ৪৪ বলে ৫৩ রান করে তৃতীয় দিনে নট-আউট থাকেন ওপেনার পাথুম নিশঙ্কা। তিনি ৭টি চার মেরেছেন। ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। তিনি ৬টি চার মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন দিমুথ করুণারত্নে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.