টি-২০ ক্রিকেটে এক ওভারে ১৫ রান খরচ করা নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে ওভারে ১টি মাত্র চার হজম করে ১৫ রান খরচ করা খুব স্বাভাবিক নয়। দক্ষিণ আফ্রিকার ২৯ বছর বয়সী ডানহাতি পেসার প্যাট্রিক ক্রুগার বুধবার ডারবানে ভারতের বিরুদ্ধে তেমনই একটি ওভার উপহার দেন ক্রিকেটবিশ্বকে।
তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম দীর্ঘ ওভার বল করেন বলা যায়। কেননা ম্যাচে নিজের প্রথম ওভারে প্যাট্রিক মোট ১১টি বল করেন। সেই ওভারে ২টি নো-বল ও ৩টি ওয়াইড বল করেন প্যাট্রিক। উল্লেখযোগ্য বিষয় হল, সেই ওভারের ১১ তম তথা শেষ ডেলিভারিতে প্রোটিয়া পেসার তুলে নেন সুর্যকুমার যাদবের উইকেট। অর্থাৎ, নিতান্ত বৃথা যায়নি প্যাট্রিকের ১১ বলের ওভার।
ডারবানে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসের নবম ওভারে প্রোটিয়া দলনায়ক এডেন মার্করাম প্রথমবার বল করতে ডাকেন প্যাট্রিককে, যিনি কেরিয়ারের সপ্তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন। সেই ওভারেই মোট ১১টি বল করে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ক্রুগার।
প্যাট্রিকের ১১ বলের ওভার
১. প্রথম বলে ১ রান নেন সূর্যকুমার যাদব।
২. দ্বিতীয় বলে চার মারেন সঞ্জু স্যানসন।
৩. তৃতীয় বল নো হয় এবং তাতে ১ রান দৌড়ে সংগ্রহ করেন স্যামসন।
৪. প্যাট্রিক পুনরায় তৃতীয় বল করলে ২ রান নেন সূর্যকুমার যাদব।
৫. চতুর্থ বল করতে এসে ওয়াইড করেন প্যাট্রিক।
৬. পুনরায় চতুর্থ বল করতে এসে নো-বল করেন প্যাট্রিক।
৭. ফের চতুর্থ বল করতে এসে ওয়াইড করেন ক্রুগার।
৮. চতুর্থ প্রচেষ্টায় চতুর্থ বল করতে এসে পুনরায় ওয়াইড করেন প্যাট্রিক।
৯. পঞ্চম প্রচেষ্টায় প্যাট্রিক চতুর্থ বল করলে ১ রান নেন সূর্যকুমার।
১০. পঞ্চম বলে ১ রান নেন সঞ্জু স্যামসন।
১১. ওভারের শেষ বলে অ্যান্ডিলের হাতে ধরা পড়েন সূর্যকুমার। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২১ রান করেন ভারত অধিনায়ক। মারেন ২টি চার ও ১টি ছক্কা। সুতরাং বলা যায় যে, ওভার শেষ হতে না চাওয়ায় বিরক্ত হয়েই আউট হয়ে বসেন সূর্য।
ইনিংসের ১৪তম ওভারে প্যাট্রিককে পুনরায় বল করতে ডাকেন মার্করাম। সেই ওভারে তিনি ৬টি বল করেন বটে তবে ২টি ছক্কা ও ১টি চার-সহ খরচ করেন ২০ রান। ম্যাচে ২ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন প্যাট্রিক।