কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগেই সুখবর পেলেন শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার বিস্ফোরক মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার মার্চ মাসের জন্য আইসিসি-র মর্যাদাপূর্ণ ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘোষণা করেছে। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং রচিন রবীন্দ্রকে কঠিন লড়াইয়ে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে তাঁর অনবদ্য পারফরম্যান্সই এই পুরস্কার জিততে তাঁকে সাহায্য করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি মোট ২৪৩ রান করেছিলেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। শ্রেয়স আইয়ারের বিস্ফোরক ইনিংস টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল।
মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর শ্রেয়স আইয়ারের প্রতিক্রিয়া
আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শ্রেয়স আইয়ারের প্রতিক্রিয়াও প্রকাশিত করেছে। এই পুরষ্কার জয়ের পর শ্রেয়স বলেন, ‘মার্চ মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। এটা অবিশ্বাস্য ভাবে একটু বিশেষ পুরস্কার। আর এটি বিশেষ এই কারণে যে মাসে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তুলেছি, সেই মাসের জন্যই আমি এই পুরস্কার পেয়েছি। এটি এমন একটি মুহূর্ত, যা আমরা চিরকাল লালন করব।’
শুভমন গিল ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন
শ্রেয়স আইয়ারের আগে ভারতের শুভমন গিল আইসিসি-র সেরার পুরস্কার জিতেছিলেন। তাঁকে ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছিল। অর্থাৎ টানা দুই মাস ধরে, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা আইসিসির এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে আসছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফর্ম করেছেন শ্রেয়স আইয়ার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লিগ ম্যাচে ৭৯ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। একই ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তিনি ৪৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন। ফাইনালেও তাঁর ব্যাট গর্জে উঠেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে, শ্রেয়স ৪৮ বলে ৬২ রান করেছিলেন এবং ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন।
আইপিএলেও শ্রেয়স আইয়ারের ব্যাটে রানের ফুলঝুড়ি
আইপিএলের ২০২৫ মরশুমে শ্রেয়স আইয়ার পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন। পাশাপাশি তিনি ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন। পঞ্জাব কিংসের অধিনায়ক এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২০৮ স্ট্রাইক রেটে ২৫০ রান করে ফেলেছেন।